For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের শেয়ার বাজারে টাকা খাটাচ্ছেন দাউদ

সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে কী হবে দমতে রাজি নয় দাউদ। পাকিস্তানের শেয়ার বাজারে টাকা খাটাচতে শুরু করেছে সে।

Google Oneindia Bengali News

সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে কী হবে দমতে রাজি নয় দাউদ। পাকিস্তানের শেয়ার বাজারে টাকা খাটাচতে শুরু করেছে সে। নিজের সাম্রাজ্য চালাতে যেভাবেই হোক টাকা জোগার করতে মরিয়া সে। তাই নিরাপদ উপায় হিসেবে তিনি বেছে নিয়েছেন পাকিস্তানের শেয়ার মার্কেট। একাধিক অর্থলগ্নি সংস্থার নামে পাকিস্তানের শেয়ার বাজারে টাকা খাটাচ্ছেন তিনি। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, কালো টাকা সাদা করতে পাকিস্তানের শেয়ার বাজারকে ব্যবহার করছে দাউদ। সেই টাকা দিয়েই মাদক পাচার, অস্ত্র পাচার, ভুয়ো টাকার কারবার চালিয়ে যাচ্ছে সে।

পাকিস্তানের শেয়ার বাজারে টাকা খাটাচ্ছেন দাউদ

দাউদের ঘনিষ্ঠ সহযোগী জাবির মোতি এখন লন্ডনে পুলিসের হেফাজতে রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন দাউদ এবং তাঁর ঘনিষ্ঠ সহয়োগী জাবির মোতি করাচির শেয়ার বাজারে টাকা খাটিয়ে প্রায় পাঁচটিও বেশি সংস্থা চালাচ্ছে।

এছাড়া দাউদের ডি-কোম্পানিতেও একাধিক টাকা খাটানো হচ্ছে এই শেয়ার বাজারে টাকা খাটিয়ে। দাউদের মেয়ের শ্বশুর জাভেদ মিঁয়াদাদ এখন পাকিস্তানের হাবিব ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার পোস্টে রয়েছেন। সেই সুযোগের সদব্যবহার করছেন দাউদ। ২০১৭ সালে এই হাবিব ব্যাঙ্কের বিরুদ্ধে জঙ্গি মদতে অর্থ ব্যবহার এবং একাধিক আর্থক দুর্নীতির অভিযোগ এনেছেিল আমেরিকার তদন্তকারী সংস্থা।

English summary
Dawood Ibrahim investing drug money in Pakistan stock exchange
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X