For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদকে হত্যার ছক! করাচিতে 'ডি-গ্যাংস্টার'-র মৃত্যুতে দানা বাঁধছে সন্দেহ, প্রকাশ্য়ে একাধিক তথ্য

পাকিস্তানের করাচির বুকে এক রক্তাক্ত হত্যাকাণ্ড ঘিরে ক্রমেই সন্দেহ দানা বাঁধছে 'ডি গ্যাং' কে ঘিরে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের করাচির বুকে এক রক্তাক্ত হত্যাকাণ্ড ঘিরে ক্রমেই সন্দেহ দানা বাঁধছে 'ডি গ্যাং' কে ঘিরে। মনে করা হচ্ছে, ভারতের 'মোস্ট ওয়ান্টেড' অপরাধী দাইদ ইব্রাহিমকে ঘিরে হত্যার ছক কষছিল তারই এক ঘনিষ্ঠ শাগরেদ। আর ডি গ্যাং এর এই শাগরেদ ফারুক দেবদিওয়ালার হত্যাকাণ্ড ঘিরেই একাদিক চাঞ্চল্যকর ঘটনার পর্দাফাঁস হচ্ছে ক্রমাগত।

ভারতীয় গোয়েন্দারা কার খোঁজে ছিলেন?

ভারতীয় গোয়েন্দারা কার খোঁজে ছিলেন?

জানা গিয়েছে, মৃত ফারুকের খোঁজে বহুদিন ধরেই তদন্ত চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দা বিভাগ। ইন্ডিয়ান মুজাহিদ্দিন গ্রুপের জঙ্গি সংগঠনের জন্য ফারুক ভারত থেকে যুবকদের নিয়ে যেত বলে খবর ছিল। ফারুকের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে নথি জাল করার অভিযোগও ছিল।

দাউদ হত্যার ছকে ছোটা শাকিল!

দাউদ হত্যার ছকে ছোটা শাকিল!

মনে করা হচ্ছে ফারুক হত্যার নেপথ্যে রয়েছে দাউদের গ্যাং এর ছোটা শাকিল গোষ্ঠী। এর আগে, মুম্বইতে কয়েকজন ভারতীয় সরকারী আমলার সঙ্গে বৈঠকে বসে ফারুক। এই ঘটনার নেপথ্যে ছিল মহারাষাট্র এটিএস-এর একটি বিশেষ গোপন অভিযান। সূত্রের দাবি অন্ত এমনটাই। ঘটনার কথা কানে যায় ছোটা শাকিলের। এরপরই ডি-গ্যাং নজর রাখতে শুরু করে ফারুকের ওপর।

ফারুকের মৃত্যু নিয়ে ধন্দ্ব

ফারুকের মৃত্যু নিয়ে ধন্দ্ব

এখনও ইন্টারপোলের তরফে ফারুকের মৃত্যু সম্পর্কে কোনও কথা প্রকাশ্যে আসেনি। ঘটনার সত্য়তা প্রমাণিত হলেই সামনে আসতে পারে ফিরোজ বনাম দাউদের ঝমেলার আসল কাহিনি। ফারুকের মৃত্যু পাকিস্তানের মাটিতে দাউদের গ্যাং এর দ্বিতীয় হত্যাকাণ্ড।

জঙ্গি সংগঠন ও ফারুক

জঙ্গি সংগঠন ও ফারুক

দাউদের ছত্রছায়ায় বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই ফারুক ধীরে ধীরে কট্টরপন্থী হয়ে ওঠে। ভারত থেকে যুবকদের নিয়ে পাকিস্তানের জঙ্গি শিবিরে পাঠিয়ে , ভারতের ওপর নাশকতার ছক কষছিল ফারুক। এমনই তথ্য পেয়েছিল ভারতীয় গোয়েন্দারা। এছাড়াও, গুজরাত থেকে ফয়জল মির্জা সহ একাধিকজনকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে ফারুক গোপনে ভারতের রাজনৈতিক নেতা ও সরকারী প্রতিষ্ঠানের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিল।

English summary
Dawood aide killed in Pakistan for 'plot' against boss.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X