For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা মোকাবিলায় হিমাচল প্রদেশ সরকারকে অর্থদান দলাই লামার

‌করোনা মোকাবিলায় হিমাচল প্রদেশ সরকারকে অর্থদান দলাই লামার

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস মহামারি যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তা দেখে মানুষের মনে ভয়ের মনোভাব তৈরি হয়েছে। গোটা বিশ্ব এখন স্তব্ধ। এরকম পরিস্থিতি বহু দশক ধরে মানুষ দেখেননি। এরকম অবস্থায় দলাই লামা বৃহস্পতিবার জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে পদক্ষেপ নিয়েছে তা কার্যকর হবে।

‌করোনা মোকাবিলায় হিমাচল প্রদেশ সরকারকে অর্থদান দলাই লামার


এখনও পর্যন্ত এই দেখে ৬৫০-এর কাছাকাছি মানুষ এই রোগে সংক্রমিত হয়েছে। এরপরই দেশজুড়ে ২১দিনের লকডাউনের ঘোষণা করা হয়। তাও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞার জন্য কার্ফু জারি করা হয়েছে। তিব্বতীয় আধ্যাত্মিক গুরু দলাই লামা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরকে চিঠি লিখে জানিয়েছেন যে দ্রুত–সংক্রমিত হওয়া এই রোগ নিয়ন্ত্রণ করতে তাঁর পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। দলাই লামা বলেন, '‌গত ৬০ বছর ধরে এই হিমাচল প্রদেশই আমার বাড়ি, আমি প্রাকৃতিকভাবে এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অনুভব করি।’‌

দলাই লামা চিঠিতে লেখেন, '‌সুতরাং, শ্রদ্ধা ও সহানুভূতির নিদর্শন হিসাবে, হিমাচল প্রদেশের দরিদ্র ও অভাবী মানুষের জন্য খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহে আমি দালাই লামার গাদেন ফোদারং ট্রাস্টের দ্বারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কিছু অর্থদান করছি।’‌ প্রসঙ্গত, করোনা ভাইরাস মারণ রোগটি চিন দেশ থেকে উৎপন্ন হয়ে গোটা বিশ্বে তা ছড়িয়ে পড়েছে। মূলতঃ চিন থেকেই পালিয়ে ভারতে আশ্রয় নেন দলাই লামা।

English summary
India has enforced a 21-day nationwide lockdown to check the spread of the deadly virus, which has infected nearly 650 people in the country so far
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X