For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামিদিনে স্থানীয় ভাষাই ইন্টারনেট মাতাবে, যুক্তরাজ্য-ভারত কনক্লেভে দাবি ডেইলিহান্ট প্রেসিডেন্টের

যুক্তরাজ্য-ভারত কনক্লেভে হাজির হয়ে ভারতীয় ভাষাকে এগিয়ে নেওয়ার পক্ষে সওয়াল করলেন ডেইলি হান্টের প্রেসিডেন্ট উমঙ্গ বেদি।

  • |
Google Oneindia Bengali News

যুক্তরাজ্য-ভারত কনক্লেভে হাজির হয়ে ভারতীয় ভাষাকে এগিয়ে নেওয়ার পক্ষে সওয়াল করলেন ডেইলি হান্টের প্রেসিডেন্ট উমঙ্গ বেদি। এদিন বিশিষ্ট বক্তাদের মধ্যে তিনিও হাজির হয়েছিলেন। ফিউচার অ্যান্ড ক্রিয়েটিভিটি শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রতি মুহূর্তে ভারতে প্রযুক্তির উন্নতি হচ্ছে।

আগামিদিনে স্থানীয় ভাষাই ইন্টারনেটের বাজার মাতাবে

স্মার্ট টিভি থেকে স্মার্ট ফোন ভারতবাসীদের হাতে চলে আসছে। আগামী বছরের মধ্যে সিংহভাগ ভারতীয়র হাতে স্মার্টফোন চলে আসবে। ৮০ কোটি ভারতীয় যাদের হাতে স্মার্টফোন আসবে, তাঁরা বেশিরভাগই যে ইংরেজি বুঝবে তা নয়।

আগামী দুই বছরের মধ্যে ভারতীয় কনটেন্টের দুনিয়ায় আমূল পরিবর্তন আসতে চলেছে বলে উমঙ্গ বেদি মন্তব্য করেন। যার অর্থ শুধু ইংরেজি নয়, ভারতীয় ভাষায় কনটেন্টের চাহিদা নিরন্তর বাড়বে।

যুক্তরাজ্য-ভারত কনক্লেভে হাজির হয়ে ভারতীয়

উমঙ্গ বেদির মতে, দশজনের মধ্যে ৯জন নিজের স্থানীয় ভাষায় দেশের টু-টিয়ার, থ্রি-টিয়ার শহরে থেকে ইন্টারনেট থেকে কনটেন্ট পড়তে পছন্দ করছেন। আর তা সম্ভব হয়েছে ইন্টারনেটের খরচ অনেক কম হওয়ায়। ফলে আগামী কয়েকবছরে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে।

এই অনুষ্ঠানের আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বক্তব্য রাখেন। ভারতে সংষ্কার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা বৃদ্ধির পথে এগো্চ্ছি। খুব বড় বদলের মধ্যে দিয়ে দেশ এগিয়ে চলেছে। আগে যেভাবে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশে কাজ হতো, এখন তার চেয়ে অনেক বদল হয়েছে।

English summary
Dailyhunt president Umang Bedi pitch for local language content in internet at UK India Week 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X