For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের মরশুম, বঙ্গোপসাগরে ধেয়ে আসছে পরবর্তী যে 'সাইক্লোন'

শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের মরশুম, বঙ্গোপসাগরে ধেয়ে আসছে পরবর্তী যে 'সাইক্লোন'

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

সারা পৃথিবী জুড়ে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ভারতেও তার ধাক্কা লেগেছে মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্যে। তবে এরই মধ্যে চোখ রাঙাছে ঘুর্ণিঝড়। কেননা ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। তার নামকরণ হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, তার নাম দেওয়া হয়েছে টাউকটে।

পরবর্তী সাইক্লোন টাউকটে

পরবর্তী সাইক্লোন টাউকটে

আম্ফানের স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। তার মধ্যে চলেছে ভোট পুজো। যা প্রাথমিক ভাবে শেষ হবে ২ মে। তবে সেই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। কবে সেই ঘূর্ণিঝড় তৈরি হবে, কিংবা কোথায় আঘাত করবে তার ধারনা না পাওয়া গেলেও তার নাম অবশ্য রেডি। নাম হবে টাউকটে।

 মার্চ-এপ্রিল-মে ঘূর্ণিঝড়ের পক্ষে আদর্শ

মার্চ-এপ্রিল-মে ঘূর্ণিঝড়ের পক্ষে আদর্শ

মার্চ-এপ্রিল-মে ঘূর্ণিঝড়ের পক্ষে আদর্শ। কেননা এই সময় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৭ ডিগ্রি পার হয়ে যায়। যা ঘূর্ণিঝড়ের পক্ষে আদর্শ। পাশাপাশি বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি করে এই সময়। তবে এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় সব থেকে বেশি। তবে আরবসাগরও কম যায় না।

সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিমি

সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় ১৫০ কিমি

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৯ মার্চ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলা কিংবা ওড়িশা কিংবা মায়ানমার উপকূলে আঘাত হানতে পারে ৩-৪ এপ্রিল নাগাদ। আবহাওয়াবিদদের প্রাথমিক অনুমান ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় দেড়শো কিমি। তবে এই ঘূর্ণাবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি না হয় তবে তার জন্য অপেক্ষা করা হবে। তবে মে-জুনের মধ্যে হবে বলে ধরে নেওয়া যায়। সেটির নামকরণ হবে টাউকটে।

ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ করে ১৩ টি দেশ

ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ করে ১৩ টি দেশ

সাধারণভাবে উত্তর ভারত মহাসাগরের ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি পূর্বে ঘূর্ণিঝড়ের নামকরণ করে ভারতের আবহাওয়া দফতর সংক্ষেপে আইএমডি। পাশাপাশি এলাকার ১৩ টি দেশে ১৩ টি নাম নিয়ে ১৬৯ টি নামের তালিকা তৈরি করেছে। ভারত ছাড়াও দেশগুলি হল ইরান, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরশাহী, ইয়েমেন, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্ক, থাইল্যান্ড, মায়ানমার। টাউকটের পরে যে নামগুলি রয়েছে, সেগুলি হল যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস, মোচা।

বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই অস্বস্তিকর গরম, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরেবৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যেই অস্বস্তিকর গরম, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
Cyclone tauktae may strike bengal odisha through bay of bengal in arpil-may
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X