For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের পরই ধেয়ে এল ‘দশকের সেরা’ ঘূর্ণিঝড় ম্যাঙ্গা! ২৪ ফুটের জলোচ্ছ্বাসে বিপন্ন উপকূল

আম্ফানের পরই ধেয়ে এল ‘দশকের সেরা’ ঘূর্ণিঝড় ম্যাঙ্গা! ২৪ ফুটের জলোচ্ছ্বাসে বিপন্ন উপকূল

Google Oneindia Bengali News

সুপার সাইক্লোন আম্ফানের পরই ধেয়ে এল আরও এক ঘূর্ণিঝড়। ভারত ও বাংলাদেশে যখন আম্ফানের তাণ্ডব চলছে, তখনই অস্ট্রেলিয়ার বুকে ধ্বংসলীলা চালিয়ে গেছে ঘূর্ণিঝড় ম্যাঙ্গা। তার জেরে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ উপকূলভাগ বিপন্ন হয়ে পড়েছে। বিপন্ন বাড়ি-ঘর, বিধ্বস্ত পরিষেবা। ট্রপিক্যাল এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন।

ঘূর্ণিঝড় ম্যাঙ্গার দাপট মহাসাগরীয় উপকূলে

ঘূর্ণিঝড় ম্যাঙ্গার দাপট মহাসাগরীয় উপকূলে

ঘূর্ণিঝড় ম্যাঙ্গা রবিবার থেকে শুরু করে সোমবার ব্যাপক দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ১৮ হাজার বাড়ি বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। ঝড়ের তাণ্ডবে ওই সব বাড়ি ভেঙে তছনছ হয়ে যেতে পারে।

ম্যাঙ্গার দাপটে বিচ্ছিন্ন জনপদ, বিদ্যুৎ-পরিষেবা

ম্যাঙ্গার দাপটে বিচ্ছিন্ন জনপদ, বিদ্যুৎ-পরিষেবা

সূত্রের খবর ম্যাঙ্গার দাপটে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ, জনপরিষেবা। সোমবারও দাপট দেখিয়েছে ম্যাঙ্গা। তাই ক্ষতির সম্ভাবনা আরও বাড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের দাপটে বেসওয়াটার, বাসেনডিন, অ্যশফিল্ড শহরের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

তাণ্ডব অব্যাহত, ক্ষতির সম্ভাবনা বেড়েই চলেছে

তাণ্ডব অব্যাহত, ক্ষতির সম্ভাবনা বেড়েই চলেছে

অস্ট্রেলিয়ার পার্থে প্রায় সাড়ে ছ-হাজার বাড়ির ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে। সবথেকে ভয়ঙ্কর হল ম্যাঙ্গা লেজের ঝাপটা দিয়ে চলেছে অস্ট্রেলিয়ার আরও বিস্তীর্ণ উপকূলভাগে। উদ্ধারকার্যে নেমেছে উদ্ধারকারী দল। ক্ষতির সম্ভাবনা বেড়েই চলেছে তাণ্ডব অব্যাহত থাকায়।

দশ বছরের মধ্যে সবথেকে বড় ঝড় ম্যাঙ্গা

দশ বছরের মধ্যে সবথেকে বড় ঝড় ম্যাঙ্গা

অস্ট্রেলিয়ায় দশ বছরের মধ্যে সবথেকে বড় ঝড় ম্যাঙ্গা। এমনই ধারণা প্রশাসনের। ম্যাঙ্গা সবথেকে ভয়ানক হতে পারে বলে আশঙ্কা ছিল, তাই সত্যি হতে চলেছে। হিলসের সয়ারস ভ্যালে ও মাউন্ট হেলেনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৩০ থেকে ১৫০ কিলোমিটার বেগে তাণ্ডব শুরু

১৩০ থেকে ১৫০ কিলোমিটার বেগে তাণ্ডব শুরু

উত্তর-পশ্চিম দিক থেকে আসে অস্ট্রেলিয়ার বুকে রবিবার প্রথম আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ম্যাঙ্গা। সুপার সাইক্লোনের রূপ নিয়ে ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার বেগে তাণ্ডব চালায় ঝড়। সোমবার ঝড়ের দাপট সর্বাধিক ছিল। তা অস্ট্রেলিয়ার উপকূল বরাবর আঘাত হানতে থাকে।

৮ মিটার অর্থাৎ ২৪ ফুট উচ্চতায় ঢেউ

৮ মিটার অর্থাৎ ২৪ ফুট উচ্চতায় ঢেউ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ঝড়ের ফলে জলোচ্ছ্বাস বিরাট আকার নেয়। প্রায় ৮ মিটার অর্থাৎ ২৪ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ে। ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হয়ে যায়। ঝড়ের মুখে মহাসাগরের উপকূল যেন বিভীষিকা হয়ে ওঠে।

দেশদ্রোহী পাতাললোক পাকিস্তানের পক্ষে! বিরাট এখনই অনুষ্কাকে ডিভোর্স দিক! কেন বললেন বিজেপি নেতাদেশদ্রোহী পাতাললোক পাকিস্তানের পক্ষে! বিরাট এখনই অনুষ্কাকে ডিভোর্স দিক! কেন বললেন বিজেপি নেতা

English summary
Cyclone ‘Manga’ hits on Australia with speed of 150 KMPH after 'Amphan'. Cyclone 'Manga' hits on Australia coast during two days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X