For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় আম্ফান রুদ্রমূর্তি ধারণ করল ওপার বাংলাতেও! শুরু তাণ্ডব

ঘূর্ণিঝড় আম্ফান রুদ্রমূর্তি ধারণ করল ওপার বাংলাতেও! শুরু তাণ্ডব

  • |
Google Oneindia Bengali News

বুধবার বিকেল ৪ টে থেকেই আম্ফানের (অনেকেই এটিকে আমফান, উম ফুন, উমপুন, উম পুন, আমপান, আম পান, আম্পান বলে উচ্চারণ করছেন) দাপট দেখা দিতে শুরু করেছে বাংলাদেশে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকার বিভিন্ন জায়গায় ঝড় আছড়ে পড়তেই দেখা গিয়েছে প্রবল তাণ্ডব। একনজরে দেখে নেওয়া যাক সেখানের পরিস্থিতি।

বাংলাদেশের কোথা দিয়ে বইবে আম্ফান?

বাংলাদেশের কোথা দিয়ে বইবে আম্ফান?

জানা গিয়েছে বাংলাদেশের সাতক্ষীরা , খুলনা সহ বিভিন্ন এলাকা য় আম্ফানের প্রভাব পড়ছে। ১৬০ থেকে ১৮০ কিলোমিটার বেগে আম্ফান সেখানে দাপট দেখাতে পারে বলে আগেই সতর্কবার্তা ছিল।

বাংলাদেশে মৃত্যু

বাংলাদেশে মৃত্যু

বাংলাদেশের একাধিক জায়গায় এদিন দুপুর থেকেই তাণ্ডব শুরু হয়ে যায়। সেখানে উদ্ধার কাজে ব্রতী এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর।

 বাংলাদেশে রেড অ্যালার্ট

বাংলাদেশে রেড অ্যালার্ট

এদিকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ১৯টি জেলার প্রশাসনকে আমফান মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। আম্ফানের কথা মাথায় রেখে ১৩ হাজার ৭৮টি আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়েছে।

তাণ্ডব ৪ ঘণ্টা চলবে

তাণ্ডব ৪ ঘণ্টা চলবে

জানা গিয়েছে , বাংলাদেশে এই ঝড়ের তাণ্ডব ৪ ঘণ্টা ধরে চলবে। বিকেল ৪ টে থেকে সেখানের বিভিন্ন জায়গায় বিধ্বংসী মেজাজে আম্ফান দাপট দেখালেও, রাত ৮ টার পর থেকে ঘূর্ণিঝড়ের শর্কি কমবে বলে আগেই জানিয়েছেন আবহবিদরা।

আম্ফান মোকাবিলায় টোলফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু কলকাতা পুলিশের, বিস্তারিত জানুনআম্ফান মোকাবিলায় টোলফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু কলকাতা পুলিশের, বিস্তারিত জানুন

English summary
Cyclone Amphan Hits Bangladesh, here is the latest report from Dhaka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X