For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনের লিভিভে ক্রুজ মিসাইল হামলা মস্কোর, জানাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক

ইউক্রেনের লিভিভে ক্রুজ মিসাইল হামলা মস্কোর, জানাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, ইউক্রেনে তাঁদের প্রথম দফার অভিযান একেবারে শেষের দিকে। একইসঙ্গে জানিয়েছিল, আরও কিছুদিন জারি থাকবে ক্রমাগত আক্রমণ। এবার ইউক্রেনের পশ্চিমাংশের শহর লিভিভে ক্রুজ মিসাইল হামলা করল রুশ সেনা।

ইউক্রেনের লিভিভে ক্রুজ মিসাইল হামলা মস্কোর, জানাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক

প্রাচীনকাল থেকেই যুদ্ধের অন্যতম নীতি প্রতিপক্ষের রসদ নষ্ট করে দেওয়া। বিপক্ষের খাদ্যদ্রব্য থেকে শুরু করে তাদের যুদ্ধ সরঞ্জাম, জ্বালানি নষ্ট করে দেওয়া গেলে অনেকটাই একপেশে হয়ে যায় লড়াই। এক্ষেত্রে সেই নীতিই অবলম্বন করেছে রুশ সেনা। লিভিভে ইউক্রেন সেনার জ্বালানি তেলের ভাণ্ডার রয়েছে। একইসঙ্গে রয়েছে ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সারাইয়ের কারখানা। রাশিয়ান সেনা ঠিক এখানেই আক্রমণ করেছে। রাশিয়ান সেনা মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, 'রাশিয়ান সেনা ইউক্রেনে তাদের আক্রমণ জারি রেখেছে।' লভিভ শহরে ক্রুজ মিসাইল হামলার ভিডিও অবধি প্রকাশ করেছে তারা।

অন্যতম ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত লভিভ শহর। যথারীতি এই আক্রমণে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন। লভিভ প্রশাসন জানিয়েছে, এই হামলার ফলে বহু সাধারণ মানুষও আহত হয়েছেন। রাশিয়া জানিয়েছে, সমুদ্র থেকে তারা ক্রুজ মিসাইলের মাধ্যমে আক্রমণ করেছে। কিভ শহরের কাছে অবস্থিত এস-৩০০ মিসাইল সহ অন্যান্য মিসাইল ধ্বংস করতে ক্রুজ মিসাইল ব্যবহার করেছে তারা। এর পাশাপাশি প্রচুর ড্রোনও ধ্বংস করেছে তারা।

তবে শুধুই যে অস্ত্রাগারে আক্রমণ করেছে রাশিয়া, তা নয়। জ্বালানির পাশাপাশি খাদ্য ভাণ্ডারেও আক্রমণ চালিয়েছে তারা৷ এই আক্রমণের ফলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে ইউক্রেন সরকারকে। নাগরিকদের খাদ্য যোগাতে মাথায় হাত পড়বে সেদেশের সরকারকে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনও অবধি ইউক্রেনের প্রভূত ক্ষতি করেছে রাশিয়া। রাজধানী কিভ শহর কার্যত রুশ দখলেই। সাহায্য চাওয়া সত্ত্বেও ইউক্রেনের পাশে দাঁড়ায়নি মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটোর অন্যান্য সদস্যরা। প্রথমে দু'বছর ব্যাপী কোভিড মহামারি তারপর এই যুদ্ধ! যথারীতি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে বিশ্ব অর্থনীতি। ইতিমধ্যেই রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমি দেশগুলি। বিভিন্ন সংস্থা যাতে রাশিয়াতে ব্যবসা না করতে পারে, কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে।

English summary
Cruise missile attack on Lviv, Ukraine, Moscow, Russian Defense Ministry says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X