For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী, হাঁ করে শুনল ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছবি
নিউ ইয়র্ক, ২৯ সেপ্টেম্বর: সেই মন ছুঁয়ে যাওয়া বাচনভঙ্গি। সেই স্বপ্নের সওদাগর। আমেরিকার মাটিতেও।

পাঁচদিনের আমেরিকা সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দিনে প্রবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের একটি জমায়েতে ভাষণ দিলেন। দেশবাসী যেমনটা দেখে অভ্যস্ত, তেমনটা দেখল মার্কিন যুক্তরাষ্ট্রও। সভাস্থলে ঢোকার সঙ্গে সঙ্গে 'মোদী মোদী' গর্জন। কখনও গম্ভীরভাবে জানালেন দেশকে নিয়ে তাঁর স্বপ্নের কথা, কখনও আবার হালকা সুরে রসিকতা। ভাষণ শেষে হাত মুঠো করে বললেন 'ভারত মাতা কি জয়'।

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে ২০ হাজারের কিছু বেশি লোক বসতে পারে। কিন্তু সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। যাঁরা ভিতরে ঢুকতে পারেননি, তাঁদের জন্য টাইমস স্কোয়্যারে টাঙিয়ে দেওয়া হয়েছিল জায়ান্ট স্ক্রিন। প্রধানমন্ত্রীর বক্তৃতা 'লাইভ' দেখানো হয়েছে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>The programme at Madison Square Garden was overwhelming. It was very special to interact with members of the diaspora. A big thank you.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/516430787244089345">September 29, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কীভাবে চা বিক্রি করে জীবন শুরু করা সত্ত্বেও আজ ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, শ্রোতাদের শুনিয়েছে সে কথা। আগাগাড়ো হিন্দিতে ভাষণ দিয়েছেন। বলেছেন, "আপনারা কেউ ভারতে জন্ম নিয়েছেন। এখন কাজের সুবাদে চলে এসেছেন এ দেশে। কেউ আমেরিকায় জন্মালেও পূর্বপুরুষ এসেছিল ভারত থেকে। কিন্তু আপনাদের শিকড় রয়েছে ওই দেশে। আসুন, নতুন ভারত গড়ার কাজে আপনারাও শরিক হোন।" ভারতীয় বংশোদ্ভূতরা ভারতে গেলে ভিসা নিয়ে যে সমস্যার সম্মুখীন হন, তার নিরসনে আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন, ভারতীয় বংশোদ্ভূতদের আর নির্দিষ্ট সময় অন্তর থানায় হাজিরা দিতে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভারতে আসা মাত্র ভিসা (ভিসা অন অ্যারাইভাল) পেয়ে যাবেন। প্রবল হাততালি দিয়ে শ্রোতারা তাঁর এ কথাকে স্বাগত জানায়।

নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে উপস্থিত ছিলেন মার্কিন আইনসভার কয়েকজন সদস্য। চাক শ্যুমার, ডো ডোনলি, ড্যানি ডেভিস, পিটার সাঞ্চেজ, জো ক্রলি, জিম হাইমস, জিম ম্যাকডারমট, ক্যারোলিন ম্যালোরি প্রমুখ ছিলেন। হিন্দি ভাষণের কিছুই বুঝতে না পারলেও এটা বুঝেছেন, শ্রোতারা বিপুল উচ্ছ্বসিত। তাই ক্ষণে ক্ষণে তাঁদেরও হাততালি দিতে দেখা গিয়েছে।

দীর্ঘ ভাষণ শেষ করে যখন বেরিয়ে যাচ্ছেন ম্যাডিসন স্কোয়্যার গার্ডেন থেকে, তখন পিছন থেকে ভেসে আসছে গর্জন 'মোদী মোদী'!

English summary
Crowds in Madison Square Garden charmed by Narendra Modi's speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X