For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিমিয়ার গণভোট রাশিয়ার পক্ষে, ভোট অবৈধ দাবি হোয়াইট হাউসে

Google Oneindia Bengali News

ক্রিমিয়ার গণক্রিমিয়ার গণভোট রাশিয়ার পক্ষে, ভোট অবৈধ দাবি হোয়াইট হাউসেভোট রাশিয়ার পক্ষে, ভোট অবৈধ দাবি হোয়াইট হাউসে
ইউক্রেন, ১৭ মার্চ : রাশিয়ায় পুনরায় সংযুক্তিকরণের পক্ষেই রায় দিলেন ক্রিমিয়ার মানুষ। রবিবারের বিতর্কিত গণভোটের ফল অন্তত তেমনটাই বলছে।

প্রাথমিক ফল অনুসারে স্থানীয় নির্বাচন কমিশনসূত্রে জানানো হয়েছে ক্রিমিয়ার ৯৫.৫ শতাংশ মানুষ রাশিয়ার পক্ষে মত দিয়েছেন। ক্রিমিয়ার উপদ্বীপের বন্দর শহর বাস্তোপোল শহরে বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে ক্রিমিয়ার ৯৩ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে সংযুক্তিকরণের পক্ষেই রয়েছেন।

ক্রিমিয়ার মানুষের মতকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। এদিকে ইউরোপীয় ইউনিয়নগুলি এই গণভোটকে অসাংবিধানিক বলে দাবি করেছে। তারা গণভোটের ফলকে স্বীকার করবে না বলেও জানিয়ে দিয়েছেন। কিয়েভ অনুগত ক্রিমিয়ানরা অবশ্য এই গণ ভোট বয়কট করেন।

ক্রেমলিন অবশ্য দাবি করেছে, ইউক্রেনে শান্তি স্থাপনের ব্যাপারে টেলিফোনে বারাক ওবামার সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রিমিয়ার গণভোটকে খারিজের দাবি জানিয়েছে হোয়াইট হাউজ। আজই ইউরোপীয়ন ইউনিয়ন গোষ্ঠীভুক্ত রাষ্ট্রের বিদেশমন্ত্রীদের বৈঠক। সেখানেই রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হবে বলেও জানা গিয়েছে।

English summary
Crimea votes 'yes' to reunification with Russia in referendum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X