For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের ওপর অপরাধ বেড়েই চলেছে, গোটা বিশ্বজুড়ে দেখা গেল তারই প্রতিবাদ

মহিলাদের ওপর অপরাধ বেড়েই চলেছে, গোটা বিশ্বজুড়ে দেখা গেল তারই প্রতিবাদ

Google Oneindia Bengali News

মহিলাদের ওপর হিংসা বন্ধ করার আন্তর্জাতিক দিন পালন হচ্ছে গোটা বিশ্বজুড়ে। এরই মধ্যে ফ্রান্স সরকার পারিবারিক হিংসা প্রতিরোধের জন্য নতুন পদক্ষেপ করল। সোমবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মহিলারা জড়ো হন ইস্তানবুলে।

মহিলাদের ওপর অপরাধ বেড়েই চলেছে, গোটা বিশ্বজুড়ে দেখা গেল তারই প্রতিবাদ


সোমবার গুয়েতমালা, রাশিয়া, সুদান এবং তুরস্ক থেকে মহিলারা বিক্ষোভ দেখানোর জন্য মস্কোতে জড়ো হন। কিন্তু প্রায় ২০০০ বিক্ষোভকারীর পথ আটকায় ইস্তানবুল পুলিশ এবং তাঁদের ওপর টিয়ার গ্যাস ও প্ল্যাস্টিক বুলেট ছোঁড়া হয়। যাতে বিক্ষোভ থেমে যায়। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে গোটা বিশ্বজুড়ে ৮৭ হাজার মহিলা ও মেয়ে খুন হয়েছে। সোমবারের বিক্ষোভের মূল বিষয় ছিল, অভিযুক্তদের শাস্তির বিষয়ে বিচারপদ্ধতি ব্যর্থ। যা ক্রমাগত মহিলাদের ক্রোধকে বাড়িয়ে তুলছে। এই বিক্ষোভ একসপ্তাহ ধরে চলবে বলে জানা গিয়েছে। মস্কোর রাস্তায় মহিলারা জড়ো হন এবং মিছিল বের করেন। মহিলাদের রক্ষা করার আইন পাস করাতে ব্যর্থ সরকার, জানান এক বিক্ষোভকারী মহিলা। মিছিলে সুদানের মহিলাদের স্লোগান দেয়, '‌স্বাধীনতা, শান্তি এবং বিচার’‌ চাই। বহু দশক পর বিশ্ব এ ধরনের কোনও বিক্ষোভ দেখল মহিলাদের।

মেক্সিকোতেও মহিলারা মুখে মাস্ক পরে প্রতিবাদে সামিল হন। তাঁরা রাস্তার ওপর স্প্রে–পেন্টিং করে তাঁদের বিক্ষোভের ভাষা বোঝান। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দেশে ধর্ষণ ও মহিলাদের ওপর অপরাধ বেড়ে চলেছে। পুলিশ–প্রশাসন ব্যর্থ তা নিয়ন্ত্রণ করতে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। মহিলাদের জন্য সবচেয়ে বিপদজ্জনক দেশ হলো মেক্সিকো। এখানে প্রতিদিন গড়ে ১০জন করে মহিলা খুন হন। সোমবার একই ইস্যু নিয়ে মহিলারা স্পেনের মাদ্রিদেও বিক্ষোভ দেখান। ২০১৯ সালের গোড়ার দিকে ৫২ জন মহিলা খুন হন এখানে। তাও আবার তাঁদের বর্তমান বা প্রাক্তন সঙ্গীর হাতেই।

রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গোটা বিশ্ব জুড়ে আরও বেশি করে পদক্ষেপ করা প্রয়োজন। যাতে মহিলাদের ওপর অপরাধ নিয়ন্ত্রণে আসে। আফগানিস্তানের মতো দেশেও যৌন হিংসা ও ধর্ষণের জন্য কড়া পদক্ষেপ করা হয়েছে।

English summary
87,000 women and girls were murdered across the world in 2017, according to the United Nations,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X