For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারের নির্বাচনে অংশ গ্রহণ! আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সরকারি দল আওয়ামী লিগের হয়ে মনোনয়ন তুললেন সেদেশের জাতীয় একদিনের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। মাশরাফির বাড়ি নড়াইলে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের সরকারি দল আওয়ামী লিগের হয়ে মনোনয়ন তুললেন সেদেশের জাতীয় একদিনের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। মাশরাফির বাড়ি নড়াইলে। নড়াইল-২ আসন থেকেই তিনি লড়াই করতে চলেছেন বলে জানা গিয়েছে। মনোনয়নপত্র তোলার আগে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন মাশরাফি।

বাংলাদেশের জাতীয় দলে থাকতে থাকতেই নির্বাচনে অংশ গ্রহণ! আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী

রবিবার দুপুরে আওয়ামি লিগের সদর দফতর ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন পত্র নেন মাশরাফি। মনোনয়ন পত্র সংগ্রহের পর বিজয় সূচক চিহ্নও দেখান তিনি।

মাশরাফি মনোনয়ন পত্র সংগ্রহে যাবে, সেই খবর আগে থেকেই থাকায় ধানমন্ডিতে আওয়ামি লিগের কার্যালয়ের সামনে ছিল দলীয় সমর্থকদের ভিড়।

এবছরের এপ্রিলে, সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতি করার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু না বললেও, তিনি বলেছিলেন, সুযোগ পেলে মানুষকে সহযোগিতা করতে চান।

নড়াইলে ইতিমধ্যেই একটি সংগঠন রয়েছে মাশরাফির। সেটির নাম নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সমাজে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের পাশে থেকে সংগঠনটি কাজ করে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নির্বাচনে যোগ না দিয়ে খেলায় মনোযোগ দেওয়ার উপদেশ দিয়েছেন সেদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা জানিয়েছেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী
বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে। তাতেই মনোযোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী। এর আগে মাগুরা-১ আসন থেকে তাঁর মনোনয়ন নেওয়ার খবর ছড়িয়ে ছিল।

English summary
Cricket Player of Bangladesh Mashrafi Bin Murtaza will take part in coming election as a Awami League Candidate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X