For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোপ সিপিইসি! পাকিস্তানকে সামনে রেখে জাতিসংঘে বিএলএ-কে জঙ্গি গোষ্ঠীর তকমা দিতে চাইছে চিন

হাতিয়ার সিপিইসি! পাকিস্তানকে সামনে রেখে জাতিসংঘে বিএলএ-কে জঙ্গি গোষ্ঠীর তকমা দিতে চাইছে চিন

  • |
Google Oneindia Bengali News

উপমহাদেশীয় এলাকায় কর্তৃত্ব ফলানোই এখন মূল লক্ষ্য বেজিংয়ের। তাই পাকিস্তানকে কব্জা করতে চলতি বছর থেকেই উঠে পরে লেগেছে চিনের শি জিনপিং প্রশাসন। এদিকে গালওয়ানে ভারত-চিন সেনা সংঘর্ষের পর থেকেই ক্রমশ নিম্নমুখী ভারত-চিন সম্পর্ক। এমতাবস্থায় স্বপ্নপূরণের হাতিয়ার হিসাবে সিপিইসিকে (চিন-পাকিস্তান ইকোনমিক করিডর) হাতিয়ার করছে বেজিং। সূত্রের খবর, বর্তমানে পাকিস্তানের সঙ্গে 'সু-সম্পর্ককে’ কাজে লাগিয়ে বালতিস্তানের বালোচ লিবারেশন আর্মিকে (বিএলএ) জাতিসংঘ মারফত নিষিদ্ধ করতে চইছে বেজিং।

বালোচ লিবারেশন আর্মির উপর কড়া নজর চিনের

বালোচ লিবারেশন আর্মির উপর কড়া নজর চিনের

এদিকে গত মাসেই পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে হামলার ঘটনায় নাম জড়ায় বালোচ লিবারেশন আর্মির। পাকিস্তান এবং চিনের অর্থনীতির উপর আঘাত হানাই মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পাক অধিকৃত বালতিস্তানের এই ‘জঙ্গি' সংগঠন। তারপর থেকেই এই উগ্রবাদী সংগঠনের উপর কড়া নজর রাখতে শুরু করে শি জিনপিং প্রশাসন।

 সিপিইসিকে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে চিন

সিপিইসিকে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে চিন

এদিকে বালতিস্তানে পাক আগ্রসন ও অত্যাচারের খবর এর আগেও একাধিকবার খবরের শিরোনামে এসেছে। বর্তামানে এই এলাকাতে সিপিইসিকে কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে চিন। ওয়াকিবহাল মহলের ধারণা তাই স্বভাবতই এখানে মানুষের অধিকার নিয়ে কথা বলা একাধিক উগ্রবাদী সংগঠনের রোষানলে পড়ছে পাক-চিন গোপন আঁতাত।

বালতিস্তানের রাজনৈতিক অস্থিরতাকেও কাজে লাগাতে চাইছে বেজিং

বালতিস্তানের রাজনৈতিক অস্থিরতাকেও কাজে লাগাতে চাইছে বেজিং

এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের ধারণা সিপিইসি-র মাধ্যমে পাকিস্তানের আধুনিকীকরণের পাশাপাশি ইসলামাবাদ আগামীতে ক্রমশ চিনের হাতের পুতুলেই পরিণত হবে। এদিকে শুধু পাকিস্তান না, এই মহূর্তে পাল, ভূটানকে হাতের মুঠোয় রাখতে চাইছেন জিনপিং। এই চাল সফল হলে ভারতকেও বিপাকে ফেলা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমতাস্থায় বালতিস্তানের রাজনৈতিক অস্থিরতাকেও কাজে লাগাতে চাইছে বেজিং।

চিনের প্রস্তাবকে রাজনৈতিক কৌশলেই এড়িয়ে যেতে চাইনে পাকিস্তান

চিনের প্রস্তাবকে রাজনৈতিক কৌশলেই এড়িয়ে যেতে চাইনে পাকিস্তান

এমতাস্থায় বেজিং চাইছে আল কায়েদা, তালিবান ও বিএলএকে সন্ত্রাসবাদী তকমা দিতে পাকিস্তানেই নিজেই জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের কাছে আবেদন করুক। এদিকে পাকিস্তান য়ে সন্ত্রাসবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে সেই অভিযোগ তুলে এর আগে একাধিবার জাতিসংঘে সরব হয়েছে ভারত। এখন বাকি জঙ্গি সংগঠন বাদ দিয়ে শুধু যদি বিএলএ নিয়ে জাতিসংঘে ইসলামাবাদ সরব হয় তাতে ঘরে বাইরে মুখ পুড়বে ইমরান খানের। সূত্রের খবর, তাই চিনের এই প্রস্তাবকে খানিক রাজনৈতিক কৌশলেই এড়িয়ে যেতে পাকিস্তান। পাকিস্তানের মতে এত বালতিস্তানের সঙ্কট খুব সহজেই আন্তর্জাতিকরণের সুযোগ পাবে। এদিকে বালতিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এর আগে ভুরি ভুরি অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।

ফুটবল খেলা নিয়ে মারধর ও বোমাবাজির ঘটনায় অগ্নিগর্ভ মিনাখাঁ, জখম ৬ফুটবল খেলা নিয়ে মারধর ও বোমাবাজির ঘটনায় অগ্নিগর্ভ মিনাখাঁ, জখম ৬

English summary
China wants to use CPEC to label BLA militant group at UN with Pakistan's help
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X