For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে

গত ১৯শে জুলাইয়ের পর বাংলাদেশে এক দিনে এত মানুষের মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫,১৯২ জন।

  • By Bbc Bengali

ঢাকার একটি হাসপাতালে কোভিড রোগী - ২৫শে জুলাই ২০২১
Getty Images
ঢাকার একটি হাসপাতালে কোভিড রোগী - ২৫শে জুলাই ২০২১

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে, যে সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মোট ১৯,৫২১ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ১৯শে জুলাই ২৩১ জনের মৃত্যু হয়েছিল, যেটি ছিল এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫,১৯২ জন।

এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

গত একদিনে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪১ জন পুরুষ আর ১০৬ জন নারী।

ঢাকা বিভাগে বেশি মৃত্যু

গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে।

২৫শে জুলাই সকাল ৮টা থেকে ২৬শে জুলাই সকাল ৮টা পর্যন্ত দেয়া পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় ৭২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকায়এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে ৯,১১৯ জন।

এর পরেই রয়েছে চট্টগ্রাম। সেখানে মৃত্যু হয়েছে ৬১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১,০৫২ জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৮২ শতাংশ।

বিবিসি বাংলায় সম্পর্কিত আর খবর:

করোনাভাইরাসের ভারতীয় ধরনটি আসলে ঠিক কী?

কোভিড থেকে সেরে ওঠার পরও যেসব জটিলতা থেকে যায়

কেন ও কিভাবে তৈরি হয় করোনাভাইরাসের ভ্যারিয়্যান্ট, কতোটা ক্ষতিকর?

বাড়িতে বসে কোভিড-১৯ চিকিৎসা: যে ছয়টি বিষয় মনে রাখবেন

English summary
Covid: Number of deaths in Bangladesh in the last 24 hours has surpassed all previous records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X