For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড আক্রান্ত ট্রাম্প রাশিয়ার ভ্যাকসিন নিলেন!‌ টুইটে দাবি প্রেসিডেন্টের, আসল সত্যিটা কি

Google Oneindia Bengali News

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাস হয়েছে এটা সকলেই জানেন। কিন্তু তিনি যে ভ্যাকসিন নিয়েছেন সেটা হয়ত সকলেরই অজানা। টুইটারে এমনই একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, '‌আমি এক্ষুণি কোভিড–১৯ ভ্যাকসিন শট নিলাম হোয়াইট হাউসে। এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়া। আমি সকাল আটটার সময় এই ভ্যাকসিনটি নিয়েছি এবং আমি সকলকে বলতে চাই যে এটা সম্পূর্ণ সুরক্ষিত ও কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই।’‌

কোভিড আক্রান্ত ট্রাম্প রাশিয়ার ভ্যাকসিন নিলেন


এই মেসেজটি টুইটারে ছড়িয়ে পড়েছে যা খোদ ডোনান্ড ট্রাম্পের টুইটার থেকে বলা হয়েছে। এটা সত্যি যে আমেরিকার প্রেসিডেন্ট ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। ২ অক্টোবর ট্রাম্প টুইট করে বলেন, '‌আজ রাতে ফ্লোটাস ও আমার কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। আমরা আমাদের কোয়ারেন্টাইন পর্ব শুরু করে দিয়েছি এবং দ্রুত সুস্থ হয়ে উঠব। আমরা একসঙ্গে এই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি।’‌ ব্যবহারকারী যিনি এই টুইটটি করেছেন তিনি এখানে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক–ভি–এর কথা বলেছেন। অথচ ট্রাম্পকে যখন এই ভ্যাকসিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, '‌আমরা এর ব্যাপারে বেশি কিছু জানি না। আশা রাখব ভ্যাকসিনটি কাজ দেবে।’‌

এখন প্রশ্ন উঠছে ট্রাম্প কবে এই ভ্যাকসিন নিলেন? উত্তর হল ট্রাম্প ভ্যাকসিন নেননি। যে টুইটটি ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মেসেজের দাবিও মিথ্যা। ট্রাম্পের টুইট খুঁজে এ ধরনের কোনও বার্তা খুঁজে পাওয়া যায়নি। ‌উপরন্তু ট্রাম্পকে দা‌য়ি করা টুইটটিতে বেশ কয়েকটি ব্যাকরণগত ত্রুটি রয়েছে।

English summary
Covid-infected Donald Trump took Russian-made vaccine, fake news spread on Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X