For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড: বাংলাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২০০ জনের মৃত্যু হয়েছে

এ নিয়ে বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯এ মোট ১৮,৩২৫ জনের মৃত্যু হলো। গত দু'সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই কোভিডে মৃত্যুর সংখ্যা দুইশ বা এর আশেপাশে থাকছে।

  • By Bbc Bengali

ব্রেকিং
BBC
ব্রেকিং

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯এ মোট ১৮,৩২৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গতকাল সোমবার দেয়া পরিসংখ্যানে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল। এদিন মারা গিয়েছিল ২৩১ জন।

গত দু'সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই কোভিডে মৃত্যুর সংখ্যা দুইশ বা এর আশেপাশে থাকছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১১,৫৭৯ জন।

এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

গত একদিনে ৩৯ হাজার ৫১০ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১১ জন পুরুষ আর ৮৯ জন নারী। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢাকা বিভাগে বেশি মৃত্যু

গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে।

এদিন ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর পরেই রয়েছে খুলনা বিভাগ। সেখানে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগেও ৪৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

বিবিসি বাংলায় সম্পর্কিত আরো খবর:

করোনাভাইরাসের ভারতীয় ধরনটি আসলে ঠিক কী?

কোভিড থেকে সেরে ওঠার পরও যেসব জটিলতা থেকে যায়

কেন ও কিভাবে তৈরি হয় করোনাভাইরাসের ভ্যারিয়্যান্ট, কতোটা ক্ষতিকর?

বাড়িতে বসে কোভিড-১৯ চিকিৎসা: যে ছয়টি বিষয় মনে রাখবেন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৯৯৭ জন। আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৩১ শতাংশ।

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

English summary
Covid: In Bangladesh, 200 people have died of coronavirus in 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X