করোনা গ্রাসে আমেরিকায় রেকর্ড সংখ্যক মৃত্যু! সেখানের ভারতীয়দের পরিস্থিতি নিয়ে কী বলছে পরিসংখ্যান
করোনার দানবীয় প্রহারে রীতিমতো ত্রস্ত গোটা বিশ্ব। দিনের পর দিন সেখানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এত দ্রুতহারে মৃত্যু মিছিল দেখে সন্ত্রস্ত বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের চিকিৎসকরাও। এমন পরিস্থিতিতে, করোনার জেরে সেদেশের পরিস্থিতি উঠে এলো পরিসংখ্যানে।

বিশ্বে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা আমেরিকায়!
ইতালিকে পিছনে রেখে বিশ্বে করোনা আক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু দেখছে আমেরিকা। ২০৫৭৭ জন সেখানে মারা গিয়েছেন করোনার জেরে। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। যেখানে ফ্রান্সে মৃতের সংখ্যার হার খানিকটা নেমেছে সেখানে ক্রমেই আমেরিকায় চড়ছে করোনার জেরে মৃতের সংখ্যা।

আমেরিকার পরিস্থিতি
আমেরিকায় আপাতত ৩০,৪৫৩ জন আক্রান্ত করোনায়। এমন পরিস্থিতিতে প্রতিদিনই প্রায় সেদেশে করোনার জেরে ২ হাজার জনের মৃত্যু হচ্ছে। মৃতের সংখ্যায় কয়েকদিন আগে বিশ্বে সবচেয়ে আগে ছিল ইতালি। সেদেশে আপাতত মৃতের সংখ্যা ১৯, ৪৬৮ জন। স্পেনে মৃতের সংখ্যা ১৬,৬০৬ জন।

আমেরিকায় ভারতীয়দের পরিস্থিতি কেমন?
মার্কিন মুলুকে মৃত্যু মিছিল করোনার জেরে অব্যাহত। সেখানে ২০ হাজার মৃতের মধ্যে রয়েছেন এমন ৪০ জন , যাঁরা ভারতীয় তথা ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী। এদিকে, প্রায় দেড় হাজার প্রবাসী ভারতীয় সেদেশে করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। ফলে আমেরিকা ঘিরে ক্রমেই আশঙ্কা বাড়ছে।


কোথায় প্রভাব সবচেয়ে বেশি?
নিউ ইয়র্ক আমেরিকার করোনা এপিসেন্টার বলে জানা গিয়েছে। এছাড়াও নিউ জার্সিতেও করোনার আক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। আর এই এলাকাতেই ভারতীয়দের বসতি সেদেশে বেশি।