For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই নির্বাচনী ভোটগ্রহণ শুরু! এই দেশে কীভাবে চলছে 'ইলেকশন'

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই নির্বাচনী ভোটগ্রহণ শুরু! এশিয়ার এই দেশে কীভাবে চলছে 'ইলেকশন'

  • |
Google Oneindia Bengali News

করোনা প্রাদুর্ভাব নিয়ে যখন সারা বিশ্ব উদ্বিগ্ন , তখন অন্য রাস্তায় হেঁটে সকলকে চমকে দিচ্ছে এশিয়ার এক দেশ। এশিয়ার চিন থেকে শুরু হয়েছিল করোনার প্রাদুর্ভাব। এরপর বিশ্বের একাধিক দেশে তা ছড়িয়ে পড়ে। তবে, করোনা ভাইরাসের প্রকোপ দেশ থেকে মুছে ফেলার যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে দক্ষিণ কোরিয়া। এবার সেই দেশে ১৪ হাজার ভোটগ্রহণের কেন্দ্র ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

 দক্ষিণ কোরিয়ার কী ঘটছে ?

দক্ষিণ কোরিয়ার কী ঘটছে ?

দক্ষিণ কোরিয়ায় এদিন সকাল ৬ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। করোনার প্রদুর্ভাবের মধ্যে যেখানে একাধিক দেশ শুধুমাত্র মৃত্যুমিছিল ঠেকাতেই রণক্লান্ত ,সেখানে সদর্পে দক্ষিণ কোরিয়ায় সংগঠিত হচ্ছে ভোট। ব্রিটেন, ফ্রান্সের মতো দেশে ভোট পিছিয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সকলকেই অবাক করছে।

 সোশ্যাল ডিসটেন্সিং ও কোরিয়ায় ভোট

সোশ্যাল ডিসটেন্সিং ও কোরিয়ায় ভোট

যেখানে করোনার সঙ্গে লড়ার জন্য গোটা বিশ্ব সোশ্যাল ডিসটেন্সিং কে হাতিয়ার করছে, সেখানে দক্ষিণ কোরিয়ায় ১৪,৩৩০ টি ভোট গ্রহণের বুথ নির্ধারিত করা হয়েছে। সেদেসে ন্যাশনাল অ্যাসেম্বলির ভোটগ্রহণ শুরু হয়েছে আজ থেকে।

 করোনা আতঙ্কে কীভাবে চলছে ভোট গ্রহণ?

করোনা আতঙ্কে কীভাবে চলছে ভোট গ্রহণ?

করোনার আতঙ্কের মধ্যে ১২ ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলবে দক্ষিণ কোরিয়ায়। তার আগে প্রতিটি ভোটিং স্টেশনকে স্যানিটাইজ করেছে সেদেশের প্রশাসন। ভোটের লাইনেও নিরাপদ দূরত্ব রাখা হয়েছে। প্রতিটি ভোটারের লাইনে দাঁড়ানোর সময় অন্তপক্ষে এক মিটারের দূরত্ব বজায় রাখা হচ্ছে।

 কোন কোন পদক্ষেপ গ্রহণ ঘিরে

কোন কোন পদক্ষেপ গ্রহণ ঘিরে

জানা গিয়েছে, ভোটগ্রহণের সময় ভোটারদের আবশ্যিকভাবে মাস্ক পরে আসতে হবে ভোটিং স্টেশনে। সেখানে তাঁদের শরীরের তাপমাত্রা দেখা হচ্ছে। তাঁদের হাত স্যানিটাইজার দিয়ে ধোয়া হচ্ছে। এরপর হাতে প্লাস্টিকের গ্লাভস পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতি

দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতি

দক্ষিণ কোরিয়ায় গত ৭ দিনে কমেছে কোভিড১৯ এর আক্রমণ। ২৪ ঘণ্টায় ২৭ জনের দেহে মিলেছে এই সংক্রমণ। সেদেশে মোট আক্রান্ত ১০, ৫৯১ জন । যা বর্তমানে বিশ্বের পরিস্থিতির নিরিখে রীতিমচো তাজ্জব করছে সকলকে।

শেষ পর্যন্ত ভারতের কাছে হাত পাতল পাকিস্তান! করোনা রুখতে মোদীর স্মরণাপন্ন ইমরানশেষ পর্যন্ত ভারতের কাছে হাত পাতল পাকিস্তান! করোনা রুখতে মোদীর স্মরণাপন্ন ইমরান

English summary
Covid 19 update, South Korea heads to polls amid coronavirus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X