For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের নতুন ইউকে স্ট্রেন 'মিউটেট' করতে শুরু করল! পরিণাম আরও ভয়ঙ্কর

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের শুরুতে করোনা নিয়ে আরও এক উদ্বেগজনক বার্তা উঠে আসতে শুরু করেছে। এক সংবাদমাধ্যমে কয়েকজন ব্রিটেনের বিজ্ঞানীকে উল্লেখ করে জানানো হয়েছে যে কোভিডের নয়া স্ট্রেইন এবার বিশ্বে হানা দিতে শুরু করেছে।

কোভিডের নতুন স্ট্রেন মিউটেট করতে শুরু করল! পরিণাম আরও ভয়ঙ্কর

জানা গিয়েছে এই নয়া স্ট্রেইন আরও বেশি ভয়ঙ্কর। মিউটেশনের পর থেকে এই নয়া স্ট্রেইন আরও বেশি মারক, আর সংক্রামক হয়েছে। তবে নিশ্চিন্তের বার্তা এই যে, করোনার এই নতুন স্ট্রেইন , ভ্যাকসিনেক দ্বারা প্রভাবিত হবে। এখনও পর্যন্ত এমনটাই মত বিশেষজ্ঞ থেকে বিজ্ঞানীদের।

বলা হচ্ছে ইউকে ভেরিয়্যান্ট E484K এর মিউটেশন ইতিমধ্যেই পরিলক্ষিত করতে শুরু করে দিয়েছে । ক্রমাগত এমন ঘটনার উদাহরণ বাড়ছে ব্রিটেনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যারিয়েন্টের সমস্ত ভার্সানের ক্ষেত্রে এটা হচ্ছে না। এদিকে বিশেষজ্ঞের আশঙ্কা, যদি নতুন এই ভাইরাসের ভ্যারিয়েন্ট গোটা বিশ্বে ছড়াতে থাকে, তাহলে ভাইরাস নতুন একটি সংস্করণ খুঁজে নেবে। ফলে করোনার অতিমারীতে তা ভয়ঙ্কর দিক।দক্ষিণ আফ্রিকান,ব্রাজিলিয়ান, ও ইউকের ভ্যারিয়েন্ট, সমস্ত ক্ষেত্রেই মিউটেশন লক্ষ্য় করা গিয়েছে। তবে মর্ডার্নার দাবি , তাদের ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টে কার্যকরী প্রভাব বিস্তার করবে।

English summary
Covid 19 UK variant again started mutating says news report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X