For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাসুরের থাবা এবার এভারেস্টেও, কোভিড পজিটিভ নরওয়ের পর্বতারোহী

করোনাসুরের থাবা এবার এভারেস্টেও

Google Oneindia Bengali News

‌করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে। বিশ্বের সর্বত্রই এখন এই মারণ ভাইরাসের রাজ চলছে। বাদ গেল না মাউন্ট এভারেস্টও। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের বেসক্যাম্পেও পৌঁছেছে করোনা ভাইরাস। বসন্তকালের ক্লাইম্বিং সেশন থেকে যখন বিদেশিরা ফিরে এল তখন তাঁদের মধ্যে একজনের শরীরে পাওয়া গেল করোনা ভাইরাস।

কোয়ারেন্টাইন নিয়ম শিথিল

কোয়ারেন্টাইন নিয়ম শিথিল

নরওয়ের বাসিন্দার শরীরে বৃহস্পতিবারই এই মারণ ভাইরাস পাওয়া গিয়েছে। এর ফলে যাঁরা এভারেস্ট জয় করতে গিয়েছেন তাঁদের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরও নেপালে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল কিন্তু নেপাল কোয়ারেন্টাইন নিয়মের আওতায় চলে গিয়েছিল, যাতে আরও বেশি করে পর্বাতারোহীরা এখানে আসতে পারেন। কিন্তু নিউ নর্মালের সময় এই বিধি অনেকটাই শিথিল হয়ে যায় নেপালে। ফলে ফলে অনেকেই ফের এভারেস্ট জয় ও এভারেস্টের বেসক্যাম্প পর্যন্ত পৌঁছতে আগ্রহী হয়। কিন্তু এখন নরওয়ের এই অভিযাত্রীর শরীরে করোনা মেলায় চিন্তায় নেপাল সরকার।

 নরওয়ের বাসিন্দা কোভিড পজিটিভ

নরওয়ের বাসিন্দা কোভিড পজিটিভ

ওই অভিযাত্রীর নাম আর্নেল্ড নেস। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '‌আমার রিপোর্ট কোভিড পজিটিভ। আমি এখন ভালো আছি। হাসপাতাল কর্তৃপক্ষ আমার খেয়াল রাখছে।'‌ নেসকে বেসক্যাম্প থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে কাঠমাণ্ডুর হাসপাতালে ভর্তি করা হয়। নরওয়ের একটি সংবাদমাধ্যম

 বেসক্যাম্পের ৫ জন শেরপাও আক্রান্ত

বেসক্যাম্পের ৫ জন শেরপাও আক্রান্ত

এনআরকে ওই অভিযাত্রীর সাক্ষাৎকার নেন, সেখানে আর্নেল্ড জানিয়েছেন যে তাঁদের দলে থাকা পাঁচজন শেরপাও করোনায় আক্রান্ত। নেস বলেন, '‌উচ্চ এই পর্বতে আমি আশা করব আর কেউ যাতে এই করোনা ভাইরাসে আক্রান্ত না হন। যখন আমরা ৮ হাজার মিটার উঁচুতে থাকি তখন হেলিকপ্টারে করে সেখান থেকে কাউকে তুলে নিয়ে আসা খুব কঠিন কাজ।'‌ প্রসঙ্গত, উচ্চতর উচ্চতায় থাকার ফলে এমনিতেই শ্বা-প্রশ্বাস নিতে কষ্ট হয়, তার মধ্যে যদি ভাইরাসের প্রকোপ শুরু হয় তবে অভিযাত্রীদের পক্ষে গুরুতর স্বাস্থ্যের ঝুঁকি দেখা দেবে।

এভারেস্টের বেসক্যাম্পে আক্রান্ত অনেকেই

এভারেস্টের বেসক্যাম্পে আক্রান্ত অনেকেই

নেস আরও বলেন, '‌পরিকল্পনা ছিল আক্রান্ত না হওয়ার জন্য দ্রুত আরও উঁচুতে উঠে যাওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই তিনি করোনা আক্রান্ত হন।'‌ কাঠমান্ডুর হাসপাতালের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ তথ্য তাঁরা দিতে না পারলেও এটুকু জানাতে পারেন যে এভারেস্টের বেসক্যাম্প থেকে আগত একাধিক জনের করোনা ধরা পড়েছে। যদিও নেপালের পর্যটন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ নিয়ে তাঁদের কাছে কোনও খবর নেই। এভারেস্টের বেসক্যাম্প থেকে একজনকে কাঠমান্ডুতে নিয়ে আসা হয়েছে। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। তবে তাঁর নিউমোনিয়া হয়েছে। আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা চলছে।

এভারেস্ট জয় করতে বহু পর্বতারোহী

এভারেস্ট জয় করতে বহু পর্বতারোহী

দাওয়া স্টিভেন শেরপা অফ এশিয়ান ট্রেকিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বেস ক্যাম্পে থাকা সকলেই সতর্ক রয়েছেন। প্রসঙ্গত, নেপাল এই বছর এই এভারেস্টে ওঠার জন্য ৩৭৭টি পারমিট জারি করেছে, এবং চূড়ান্ত সংখ্যাটি ২০১৯ সালে হস্তান্তরিত ৩৮১ জনকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শতাধিক বিদেশী পর্বতারোহী এবং সহায়তা কর্মীদের করা তাঁবু এভারেস্ট এবং এই অঞ্চলের অন্যান্য পাহাড়ের শিখরের পাদদেশে দ্রুত বাড়ছে।

English summary
The Norwegian mountaineer was infected by Coronavirus when he came to conquer Mount Everest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X