For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে স্তূপীকৃত মৃতদেহ নার্সিংহোমে! বীভৎস ঘটনা নিয়ে খবর প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমেই করোনা পরিস্থিতি সংকটজনক চেহারা নিচ্ছে। ৬ লাখ পেরিয়ে ক্রমেই সেখানে আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে এক মর্মান্তিক দৃশ্য দেখল মার্কিন যুক্তরাষ্ট্রের এক নার্সিং হোম।

স্তূপীকৃত মৃতদেহ

স্তূপীকৃত মৃতদেহ

ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নার্সিং হোমের। সেখানে একটি নার্সিংহোমে ১৭ টি মৃতদেহকে স্তূপীকৃত অবস্থায় দেখতে পায় পুলিশ। মার্কিন মুলুকে কীভাবে এই রোগ দানা বাঁধতে শুরু করেছে তা এমন করুণ ঘটনা থেকেই প্রকাশিত।

পুলিশের কাছে আসছিল ফোন

পুলিশের কাছে আসছিল ফোন

পুলিশের কাছে বারবার খবর আসছিল নিউ ইয়র্ক থেকে ৮০ কিলোমিটার দূরের এই নার্সিংহোম নিয়ে। এরপরই পুলিশ সেখানে গিয়ে এই করুণ ঘটনা উদ্ঘাটন করে।

কী জানা গিয়েছে মৃতদের সম্পর্কে

কী জানা গিয়েছে মৃতদের সম্পর্কে

উল্লেখ্য, নিউজার্সির অ্যান্ডোভার সাবাকিউট অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইউনিটের এই ১৭ জন রোগী আদৌ করোনা পজিটিভ কী না, তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে এর আগে ৬৮ জন এই ইউনিটে মারা গিয়েছেন বলে খবর। এছাড়াও সেখানে ২৬ জনের দেহে করোনার চিহ্ন মিলেছে।

 তদন্তে প্রশাসন

তদন্তে প্রশাসন

৩২০০০ মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার জেরে। এমন পরিস্থিতিতে এই নার্সিং হোমের মৃত্যু নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। একটি সূত্রের খবর বলছে, ওই নার্সিংহোমে কর্মী ছাঁটাইয়ের জেরে মৃতদেহ সংক্রান্ত ব্যবস্থাপনা করা সম্ভব হয়নি।

English summary
Covid 19 outbreak,Pile of bodies linked to coronavirus found at US nursing home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X