For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সংকটকালে ভারত-বিরোধিতায় উন্মত্ত পাকিস্তান! সার্ক-এর বৈঠকে নিয়ে কোন কাণ্ড ঘটে গেল

  • |
Google Oneindia Bengali News

করোনার প্রকোপে এশিয়ার বিভিন্ন দেশ যখন ধরাশায়ী তখন ভিডিও কনফারেন্সিং এ শুরু হয়েছিল সার্ক-এর বৈঠক। সেখানে সার্কভূক্ত দেশগুলি যখন করোনা নিয়ে আলোচনয়া ব্যস্ত, তখন পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে অবাক করে বাকি দেশগুলিকে। আর ভারত-বিরোধিতার সেই চেনা রাস্তা থেকে এখনও সরে আসেনি ইমরানের দেশ।

 সার্ক ঘিরে ইসলামাবাদের অহংবোধ!

সার্ক ঘিরে ইসলামাবাদের অহংবোধ!

সার্ক-এর সাম্প্রতিক বৈঠক ডাকা হয়েছে করোনা পরিস্থিতিতে বাণিজ্যকে কেন্দ্র করে কয়েকটি বিষয় নিয়ে। সাউথ এশিয়ান কর্পোরেশন অফ রিজিওনাল কোঅপরেশন বা সার্ক এর এই বৈঠক বাণিজ্য বিষয়ে কয়েকটি নীতি নির্ধারণের চেষ্টা করছে। আর এই বৈঠকে বয়কট করেছে ইমরানের দেশ।

 কেন ইসলামাবাদের এমন সিদ্ধান্ত?

কেন ইসলামাবাদের এমন সিদ্ধান্ত?

করোনার আপৎকালে সার্ক-এর এই বৈঠক যখন প্রবল গুরুত্ব পাচ্ছে, তখন ইসলামাবাদের এই বৈঠক বয়কট করার সিদ্ধান্ত ফরে কূটনৈতিক ভ্রূকূটি তুলছে। উল্লেখ্য, এই বৈঠক ডেকেছে ভারত। আর সেই কারণেই বৈঠককে অবজ্ঞা করে তা বয়কটের রাস্তায় হেঁটেছে করোনা জর্জরিত পাকিস্তান।

কোন যুক্তি দিয়েছে পাকিস্তান

কোন যুক্তি দিয়েছে পাকিস্তান

পাকিস্তান জানিয়েছে, এমন বৈঠক তখনই কার্যকরী হবে যদি তা সার্ক-এর সচিব পর্যায়ের তরফে ডাকা হয়। ভারতের জায়গায় সচিব পর্যায়ের তরফে এই বৈঠক ডাকা হলে , তাতেই একমাত্র সায় দেবে পাকিস্তান।

English summary
Covid 19 issue,Pakistan Boycotts India-led Trade Meeting on Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X