For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় বসবাস করলে করোনার সংক্রমণ কম হওয়ার সম্ভবনা থাকে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

কোথায় বসবাস করলে করোনার সংক্রমণ কম হওয়ার সম্ভবনা থাকে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

করোনা থেকে মুক্তি পেতে প্রবলভাবে রাস্তা খুঁজছে প্রতিটি দেশ। এমন পরিস্থিতিতে ভ্যাকসিন খুঁজছে গোটা বিশ্ব। এদিকে, একের পর এক গবেষণা জানান দিচ্ছে করোনা সম্পর্কে বিভিন্ন তথ্য। এবার উঠে এলো তেমনই কিছু তথ্য।

নয়া গবেষণা ও তথ্য

নয়া গবেষণা ও তথ্য

রেসপিরেটারি ফিজোলজি ও নিউরোবায়েলজি শীর্ষক জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যার তথ্য তুলে ধরে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। জার্নালে বলা হয়েছে কোন ভৌগলিক অবস্থানের মানুষের করোনা সংক্রমণ হওয়ার সম্ভবনা কম থাকে।

 কোথায় থাকলে করোনার সম্ভবনা কম?

কোথায় থাকলে করোনার সম্ভবনা কম?

এই গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত মানুষরা উচ্চ অক্ষাংশে থাকেন তাঁদের করোনার সংক্রমণ কম হতে পারে। গবেষণা বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উপরে থাকলে বা ৯৮৪২ ফুট উপরে যাঁরা বসবাস করছেন ,তাঁদের কোভিড আক্রান্তের সম্ভবনা কম।

 গবেষণা ঘিরে কোন বার্তা?

গবেষণা ঘিরে কোন বার্তা?

এই পরীক্ষা পেরুর আন্দিয়ান উপত্যকার ৪২০,০০০ জন বাসিন্দাকে নিয়ে করা হয়। সেখানে ম্যাক্সিকো, চিন, ও ব্রিটেন থেকে আসা পর্যটকদেরই কেবল মৃত্যুর খবর এসেছে। স্থানীয়দের মৃত্যুর খবর আসেনি। এমনই বেশ কিছু তথ্যসূত্র এক করে গবেষকরা বহু তত্ত্ব খুঁজে পাচ্ছেন।

 কেন উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে সুবিধা?

কেন উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে সুবিধা?

গবেষকরা বলছেন করোনার সঙ্গে জুঝে যাওয়ার ক্ষমতা ও হাইপোক্সিয়া (রক্তে কম অক্সিজেন) বেশি থাকায় পাহাড়ি মানুষ বা উচ্চ অক্ষাংশের মানুষ করোনার কাছে হার মানেননা। এছাড়াও সেখানের পরিবেশ ভাইরাসের পক্ষে সুবিধানজনক না হওয়ায় সেখানের মানুষের করোনা সংক্রমণ কম হওয়ার ঝুঁকি থাকে।

মহামারির মাঝেও জি২০ গোষ্ঠীর তিনটি দেশের মধ্যে ভারতে জারি থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বলছে সমীক্ষা মহামারির মাঝেও জি২০ গোষ্ঠীর তিনটি দেশের মধ্যে ভারতে জারি থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বলছে সমীক্ষা

English summary
Covid 19 is can be lesser to people who live in High altitudes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X