For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার অন্ধকার ধীরে ধীরে কাটিয়ে উঠছে বিশ্ব! দক্ষিণ কোরিয়া দেখালো আশার আলো

করোনার অন্ধকার ধীরে ধীরে কাটিয়ে উঠছে বিশ্ব! দক্ষিণ কোরিয়া দেখালো আশার আলো

  • |
Google Oneindia Bengali News

লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্ব জুড়ে করোনার আক্রান্তের সংখ্যাটা যেন চোখের নিমেষে বেড়ে চলেছে। যা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না গত কয়েকদিনে। তবে, এবার সম্ভবত 'দিন বদলের হাতছানি' আসছে। আর তার খানিকটা ইঙ্গিত দিল দক্ষিণ কোরিয়া।

বিশ্বে আক্রান্তের সংখ্যার পরিসংখ্যান

বিশ্বে আক্রান্তের সংখ্যার পরিসংখ্যান

করোনা ভাইরাসে আপাতত বিশ্বের ২৩৩৩২৮৩ জন আক্রান্ত। যাঁদের মধ্যে ১৬০৮১৮ জনের মৃত্যু হয়েছে। যে মৃতের সংখ্যার শতাংশ সুস্থতার শতাংশকে ছাড়িয়ে যেতে পারেনি। আক্রান্তদের মধ্যে মৃতের শতাংশ ২১ , অন্যদিকে, ৭৯ শতাংশ মানুষ বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠছেন। আর সুস্থতার সংখ্যা ৬০০৩৪৫ জন।

দক্ষিণ কোরিয়া দেখাল পথ

দক্ষিণ কোরিয়া দেখাল পথ

বিশ্বের শক্তিধর দেশ থেকে উন্নয়নশীল দেশ, সর্বত্রই যেখানে আক্রান্তের সংখ্যা এক অঙ্ক ছাড়িয়ে কার্যত হাজার পেরিয়েছে। সেখানে আশার আলো দেখাল দক্ষিণ কোরিয়া। সেদেশে ২ মাসের করোনা যুদ্ধের পর আপাতত নতুন করে আক্রান্তের সংখ্যা মাত্র ৮। যা বিশ্বে নজির গড়ছে।

দক্ষিণ কোরিয়া স্বাভাবিকের পথে!

দক্ষিণ কোরিয়া স্বাভাবিকের পথে!

দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রবল করোনার দাপটের মধ্যেও জাতীয় নির্বাচন সংগঠিত করেছে। যা নিঃসন্দেহে বড় ঘটনা। সেদেশে সোশ্যাল ডিসটেন্সিং প্রবলভাবে সফল হওয়ায় এমন পরিসংখ্যান উঠে আসছে বলে দাবি প্রশাসনের।

 মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেমন?

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেমন?

৭ লাখ ছাড়িয়েছে আমেরিকার করোনা আক্রান্তের সংখ্যা। ৩৯,০১৫ জন আপাতত করোনার জেরে সেদেশে মারা গিয়েছেন। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক প্রবলভাবে আক্রান্ত হয়েছে এই মারণ ভাইরাসের জেরে।

বাকি বিশ্বের পরিস্থিতি কেমন?

বাকি বিশ্বের পরিস্থিতি কেমন?

আমেরিকার পরই রয়েছে স্পেন। সেখানে ১৯৪, ৪১৬ জন আক্রান্ত করোনায়। মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। ইতালিতে করোনার জেরে আক্রান্ত হয়েছেন ১৭৫,৯২৫ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের।

২০ এপ্রিলের আগে লকডাউনের নিয়ম নিয়ে ফের বড় বার্তা কেন্দ্রের ২০ এপ্রিলের আগে লকডাউনের নিয়ম নিয়ে ফের বড় বার্তা কেন্দ্রের

English summary
Covid-19 cases In South Korea falls into single digit for the firt time in 2 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X