For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের ছাদে যাত্রী নিলে কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আদেশ আদালতের

ট্রেনের ছাদে যাত্রী নিলে কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আদেশ আদালতের

  • By Bbc Bengali

রেলের ছাদে উঠা যাবে না
Getty Images
রেলের ছাদে উঠা যাবে না

আজ বৃহস্পতিবার থেকে রেলের ছাদে যাত্রী না নেয়ার জন্য আদেশ দিয়েছে আদালত।

যেসব কর্মকর্তারা রেলে যাত্রী নেয়ার ব্যাপারে সাহায্য করবেন বা কাজে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আদালত মৌখিক আদেশে জানিয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আরো পড়ুন:

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন " আদালত বলেছেন, ট্টেনের ছাদে যাত্রী নেওয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ওইদিন পরবর্তী আদেশ দেবেন আদালত"।

এর আগে গতকাল বুধবার রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিতে রাষ্ট্রপক্ষ এবং দুদককে বলেছিলেন হাইকোর্ট।

রেলের টিকেট অনলাইনে বিক্রি করা হলেও তা নিয়েও রয়েছে অনেক অভিযোগ।
Getty Images
রেলের টিকেট অনলাইনে বিক্রি করা হলেও তা নিয়েও রয়েছে অনেক অভিযোগ।

এরপর আজ বৃহস্পতিবার রেলওয়ে ও সহজ ডটকমের তিন কর্মকর্তা আদালতে আসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, হাইকোর্টকে সম্মান দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ মহিউদ্দিন রনির স্মারকলিপিতে থাকা দাবিগুলো তদন্তে কমিটি গঠন করেছে।

কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

যদিও ট্রেনকে বাংলাদেশে একটি নিরাপদ বাহণ হিসেবে মনে করা হয়, কিন্তু এর ঝুঁকির দিকগুলোও কম নয়
Getty Images
যদিও ট্রেনকে বাংলাদেশে একটি নিরাপদ বাহণ হিসেবে মনে করা হয়, কিন্তু এর ঝুঁকির দিকগুলোও কম নয়

আদালত এসময় বলেন ,যারা ট্রেনের ছাদে যাত্রী বহন করে এবং দাড়িয়ে যায় তাদের ভাড়ার বেশির ভাগ সরকারি খাতে আসে না। দুর্নীতির মাধ্যমে এটা বিভিন্নজন ভাগাভাগি করে নেয়।

ঘটনার শুরু যেভাবে:

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে ৭ই জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী।

১৩ই জুন রেলের টিকেট কাটতে গেলে ভোগান্তিতে পড়েন তিনি।

তিনি বলেন "চারটা সিট বুকিং দিয়ে, পেমেন্ট অপশনে গিয়ে যখন আমার বিকাশ নম্বর দিই, ভেরিফিকেশন কোড আসার পর আমার টাকাটা কেটে নিয়ে যায়"।

"আমি অবাক হয়ে যাই, কী ব্যাপার আমার টাকা কেটে নিলো কোন পিন কোড ছাড়াই!"

"আমি বিকাশের কল সেন্টারে কল দিলাম এবং বললাম, যে ভাই আমি তো আমার সিট পেলাম না , টাকাটা কেন কেটে নিলেন, কোন ডকুমেন্টও তো নাই, কোন স্টেটমেন্টও তো আপনাদের কাছ থেকে পেলাম না। কি করবেন বলেন তো।"

তিনি বলেন "বিকাশ থেকে বলা হয় সহজ ডট কম তাদের সার্ভার থেকে এই টাকা কেটে নিয়েছে"।

তিনি বলেন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তার সিট সার্ভারের ঝামেলার কারণে ব্লক হয়ে গেছে, দেয়া যাচ্ছে না বলে জানান।

এই ঘটনার প্রতিবাদে পারফর্মিং আর্টসের মাধ্যমে ভিন্ন রকম এক প্রতিবাদ শুরু করেন মি. রনি।

ঈদের সময়েও রেল স্টেশনে অবস্থান নেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত স্বতপ্রনোদিত হয়ে গতকাল মি. রনির বিষয়টা জানাতে বলেন রাষ্ট্রপক্ষ এবং দুদকে। তারই প্রেক্ষিতে আজ এই আদেশ দেয়া হল।

মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে বুধবার সহজ ডট কমকে দুই লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বিবিসি বাংলায় আরো পড়ুন:

কুর্দিস্তানে হামলার জন্য তুরস্কের দিকে আঙুল ইরাকের

গ্যাস সংকট সম্পর্কে কী বলছে পেট্রোবাংলা, কতদিন চলবে

বিদ্যুৎ নিয়ে আতঙ্কগ্রস্ত না হতে বলছে সরকার, কিন্তু ঢাকার বাইরে চিত্র কী

English summary
Court will take steps if passengers board on the roof of the train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X