For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইনি বাস্তবের 'ভিকি ডোনার'! ১৫ বাচ্চার 'পিতা'কে কিনা শেষে এমন অবস্থায় পড়তে হল?

ইনি বাস্তবের 'ভিকি ডোনার'! ১৫ বাচ্চার 'পিতা'কে কিনা শেষে এমন অবস্থায় পড়তে হল?

  • |
Google Oneindia Bengali News

Sperm donor: ২০১২ সালে আয়ুষ্মান খুরানোর সিনেমা ভিকি ডোনার রিলিজ হয়। আর সেই সিনেমাতে স্পার্ম ডোনেশনের বিষয়ে কিছু তথ্য মানুষ জানতে পারে। এই সিনেমা এন্টারটেনমেন্টের পাশাপাশি সমাজকেও একটা বার্তা দিয়েছেন। এই প্রতিবেদনে বাস্তবে এমন এক 'ভিকি ডোনারে'র গল্প তুলে ধরা হবে যিনি ১৫টি বাচ্চার বাবা। আর স্পার্ম ডোনেশনের কাজ পরিবারের থেকে লুকিয়ে করতেন। এর পিছনে থাকা কারণ সত্যিই চমকে দেওয়ার মতো। কিন্তু এমন একটা সমস্যায় ওই ব্যক্তি জড়িয়ে পড়েছেন এখন তা ভাবা যায় না।

এখনও পর্যন্ত ১৫টি বাচ্চার জনক

এখনও পর্যন্ত ১৫টি বাচ্চার জনক

দ্য সানে প্রকাশিত খবর অনুযায়ী, ৩৭ বছরের জেমস ম্যাক স্পার্ম ডোনেট করে এখনও পর্যন্ত ১৫টি বাচ্চার জনক। তিনি সমকামী মহিলাদের শুক্রাণু দেন। এই বিষয়টি এমনকি তার পরিবারের সদস্যদের কাছ থেকেও গোপন রাখেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি ফ্রেজিল এক্স সিনড্রোম (এফএক্সএস) নামে একটি বিশেষ ধরনের জেনেটিক রোগে ভুগছেন।

জৈবিক পিতা হিসাবে দাবি

জৈবিক পিতা হিসাবে দাবি

এই অসুখে আইকিউ ল্যাবেল কম থাকে। এমনকি মস্তিষ্কের বিকাশও অনেক ধীর গতিতে চলে। খারাপ খবর এটাই যে, ব্যতিক্রমী এই রোগের এখনও কোনও পর্যন্ত চিকিৎসা বের হয়নি। সম্প্রতি ম্যাকের এই রোগের ব্যাপারে জানা যায়। সম্প্রতি জৈবিক পিতা হিসাবে দাবি করে চার বাচ্চার সঙ্গে সময় কাটাতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তিন বছরের কম এমন বাচ্চার সঙ্গেই সময় কাটাতে চান তিনি। কিন্তু আদালত এই অনুমতি দেয়নি।

বরং মহিলাদের পাশে দাঁড়িয়েছেন!

বরং মহিলাদের পাশে দাঁড়িয়েছেন!

পাশাপাশি স্পার্ম ডোনার হিসাবে ম্যাকের নাম যাতে সামনে না আসে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত। কিন্তু এরপরেই সোশ্যাল মিডিয়াতে ম্যাক নিজেকে স্পার্ম ডোনার হিসাবে প্রচার করতে থাকে। নির্দেশ উপেক্ষা করেই তা চলে। ম্যাকের দাবি, তিনি কোনও অন্যায় কাজ করেননি। বরং মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। আর সেটাই অন্যায়! মহিলাদের সাহায্য করে আদৌতে ভালো কাজ করেছেন বলেই দাবি ম্যাকের।

তারাই বেইমান হওয়ার আরোপ দিচ্ছে!

তারাই বেইমান হওয়ার আরোপ দিচ্ছে!

যাদের সাহায্য করলাম, আজ তারাই বেইমান হওয়ার আরোপ দিচ্ছে। তবে একদিন পুরো তথ্য সামনে আসবে বলে দাবি ম্যাকের। তবে এই ঘটনায় ভেঙে পড়েছেন ম্যাক। তাঁর মা জানিয়েছেন, ম্যাক শুধু তিনটি বাচ্চার সঙ্গ চেয়েছিল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। তবে ম্যাক আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁর মা। তবে ম্যাকের হৃদয় পরিস্কার। মা না হতে পারা মহিলাদের স্বপ্নকে শুধু বাস্তব করেছে সে, এটাই তাঁর অন্যায়? প্রশ্ন তাঁর মায়ের।

এগ্রিমেন্ট সাইন করেছিলেন ম্যাক

এগ্রিমেন্ট সাইন করেছিলেন ম্যাক

তবে বলে রাখা প্রয়োজন, স্পার্ম ডোনেশনের আগে এগ্রিমেন্ট সাইন করেছিলেন ম্যাক। যেখানে স্পষ্ট বলা ছিল কোনও বাচ্চার সঙ্গে সে যোগাযোগ রাখতে পারবে না। কিন্তু সম্প্রতি বাচ্চার সঙ্গে সময় কাটাতে ঈচ্ছা ছিল তাঁর। আর তা থেকেই আইনি লড়াই।

English summary
Court did not permit parental responsibility to the man who donated sperm for 15 children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X