For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চরম গরম, ইংল্যান্ডে আগুন ধরছে রেল লাইনে, চিনে গলে যাচ্ছে ছাদ

Array

Google Oneindia Bengali News

ভারত গ্রীষ্মপ্রধান দেশ। এখানে গ্রীষ্মে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির বেশি। অনেকক্ষেত্রেই তা পৌঁছে যায় ৪৫ ডিগ্রির উপরে। এটা নতুন কোনও ঘটনা নয়। তা বলে ইংল্যান্ড , চিনের মতো দেশে মানুষ গরমে জ্বলেপুড়ে খাক হয়ে যাবে মানুষ। এও সম্ভব? সম্ভব বটে। বিগত কয়েক বছরে ফ্রান্স, কানাডার মতো দেশও এমন চিত্র দেখেছে। এবার ইংল্যান্ড চিনেও সেই পরিস্থিতি দেখা গিয়েছে।

ব্রিটেন প্রচণ্ড গরম

ব্রিটেন প্রচণ্ড গরম


গোটা ব্রিটেন প্রচণ্ড গরমের সঙ্গে লড়াই করছে। আমাদের দেশে গরমে রাস্তার পিচ গলে যেতে দেখা যায়।কিন্তু ইংল্যান্ডে যে চিত্র দেখা গিয়েছে তা ভাবনাতিত। এমন গরম পড়েছে যে রেললাইনের স্লিপারগুলিতে আগুন লেগে যাচ্ছে বলে জানা গিয়েছে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। ঘটনা লন্ডনের। সেখানে একটি রেলসেতুর উপর রেললাইনে আগুন ধরে যায় বলে খবর মিলেছে। ওই সেতু লন্ডনের ভিক্টোরিয়া এবং ওয়ান্ডসওয়ার্থের মাঝে অবস্থিত। সেখানকার রেল লাইনেই আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।

 কী বলছে রেল ?

কী বলছে রেল ?

বিষয়টি স্থানীয়রা রেলকর্তৃপক্ষকে জানান। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব রেলের ম্যানেজিং ডিরেক্টর লন্ডনের দমকলকে খবর দেন। তারা পৌঁছে যান ঘটনাস্থলে। তাঁদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। দক্ষিণ - পূর্ব রেলওয়ে জানিয়েছে যে আগামী সপ্তাহে গরম আরও বাড়বে তাই এই লাইনে আগুন ধরে যাওয়ার বিষয়টি নজরে রাখবেন বলে জানিয়েছেন তাঁরা।

 কেন এমন হল?

কেন এমন হল?

কেন এমন হল এর ব্যখ্যা দিতে গিয়ে রেল কর্তৃপক্ষ বলেছে যে, সম্ভবত স্লিপারের কাঠ প্রচণ্ড শুকনো হয়ে গিয়ে দাবদাহে আগুন লেগে গিয়েছে। ঘটনা বারবার ঘটলে অন্য পদ্ধতি ভাবতে হবে। রেললাইন বদলানোর হতে পারে। বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া দফতর।

খারাপ অবস্থা চিনে

খারাপ অবস্থা চিনে

চিনের চেয়েও আরও খারাপ অবস্থা। সেখানে মানুষ মাটির তলায় থাকতে শুরু করেছেন। যারা করোনা টেস্ট করছেন। তাঁদের পিপিই পড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই তাঁরা পায়ের তলায় বরফ রেখে কাজ করছেন বলে জানা গিয়েছে। চিড়িয়াখানাগুলিতে টন টন বরফ দেওয়া হচ্ছে যাতে পশু পাখিরা গরম থেকে বাঁচতে পারে। আসলে এই দেশে তাপমাত্র ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাওয়ায় চিনের প্রায় ৭০টি শহরে "লাল" সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া অনুসারে, ১৮৭৩ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সাংহাইতে মাত্র ১৫ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি এর উপরে গিয়েছে। এই ক'দিন নাগারে ৪০ ডিগ্রি
পেরিয়ে যাচ্ছে পারদ।

সিনহুয়া নিউজ এজেন্সি অনুসারে, দেশটি ৬০ বছরের মধ্যে উষ্ণতম জুন রেকর্ড করেছে, গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। বেজিংকে ঘিরে থাকা হেবেইয়ের তাপমাত্রা ৪৪.২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

English summary
England china facing hottest summer ever in june and july
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X