২০১৭ -তে সমকামী বিয়ে বৈধতা পেয়েছে বিশ্বের এই দেশগুলিতে , গড়েছে এক ঐতিহাসিক অধ্যায়
ক্রমেই বিশ্বের একাধিক দেশ এগিয়ে আসছে সমকামী বিয়ের সমর্থনে। উরুগুয়ে, মাল্টার মতো তৃতীয় বিশ্বের দেশেও বৈধতা মিলিছে সমকামী বিবাহের। আর ২০১৭ সাল সমকামীদের আন্দোলনকে আরও একটু এগিয়ে দিয়েছে। এই বছরে ৬টি দেশে সমকামী বিয়ে বৈধ হয়েছে।

অস্ট্রেলিয়া
বছরের শেষভাগে ৯ ডিসেম্বর ঐতিহাসিক রায়ে অস্ট্রেলিয়ার লেজিসলেটিভ সমকামী বিবাহকে বৈধতার তকমা দিয়েছে। ৯ ডিসেম্বর ২০১৭ থেকেই এই আইন সেদেশে লাগু হয়েছে।
[আরও পড়ুন:বিশ্বমঞ্চে মিতালি-ঝুলনদের লড়াইয়ের কাহিনি, যা বিশেষ করে রাখবে ২০১৭ কে]

জার্মানি
চলতি বছরের ৩০শে জুন জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পায়৷ অর্থাৎ ইউরোপের ১৫তম দেশ হিসেবে জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পেল৷ রক্ষণশীল খ্রিষ্টীয় ডেমোক্রেটিক পার্টি সমকামী বিয়ের বিপক্ষে থাকলেও, সংসদীয় নির্বাচনের ক'মাস আগে হঠাৎ করেই ম্যার্কেল ঘোষণা করেন যে, এ বিষয়ে ভোটাভুটি হবে৷ এরপর, ৩৯৩ এর মধ্যে ২২৬ টি ভোট সমকামী বিয়ে পক্ষেই পড়ায় বিয়ে এই বিয়েকে বৈধ ঘোষণা করা হয়।
[আরও পড়ুন:২০১৭ -এর অন্যতম বড় খবর রাম রহিমকাণ্ড! একনজরে দেখেনিন ধর্ষক বাবার 'কীর্তি'গুলি]

তাইওয়ান
তাইওয়ান সাংবাধানিক আদালত এবছরের ২৪ মে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছে। তাইওয়ানই এশিয়ার প্রথম দেশ যেখানে সমকামী বিয়েকে সমর্থন করা হয়েছে।

মাল্টা
এই বছরের ১ সেপ্টেম্বরের থেকে মাল্টাতে বৈধতা পেয়েছে সমকামী বিয়ে। একটি বিশেষ বিলে পাশ হয়েছে এই বিয়ের বৈধতা।

অস্ট্রিয়া
২০১০ সালের ১ জানুয়ারীতে রেজিস্টার্ড পার্টনারশিপ বৈধ হয়েছে। এরপর ২০১৭ সালে সেদেশের সাংবিধানিক আদালত সমকামী বিয়েতে ছাড়পত্র দেওয়ায় ২০১৯ সাল থেকে সেদেশে সংগঠিত করা যাবে সমকামী বিয়ে।