For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের দাপটে বড় ধাক্কা খেতে চলেছে বিশ্ব অর্থনীতি, শঙ্কার কথা শোনাল আইএমএফ

চিনের গণ্ডি পেরিয়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে একাধিক দেশে। করোনা ভাইরাসের এই মারণ প্রভাব বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

Google Oneindia Bengali News

চিনের গণ্ডি পেরিয়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে একাধিক দেশে। করোনা ভাইরাসের এই মারণ প্রভাব বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রধান ক্রিশ্চিয়ানা জর্জিভা। যার জেরে ২০২০ অর্থবর্ষের বৃদ্ধি ০.১ থেকে ০.২ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

করোনার প্রভাব বিশ্ব অর্থনীতিতে

করোনার প্রভাব বিশ্ব অর্থনীতিতে

চিন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ইউরোপে, ভারত, জাপানেও। ক্রমে একাধিক দেশ থেকে করোনা আক্রান্তের খবর আসতে শুরু করেছে। এই পরিস্থিতির কারণে িচনের মতো একটি বৃহৎ অর্থনীতির দেশের সঙ্গে বাণিজ্যে অনাগ্রহ দেখা দিয়েছে বিভিন্ন দেশের। চিন থেকে অনেক কিছু আমদানি করা বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে ভারত সবজি আমদানি করা প্রায় বন্ধ করে দিয়েছে চিন থেকে। তার প্রভাব পড়েছে জিডিপি গ্রোথে। এই অবস্থা শুধু ভারত নয় চিনের সঙ্গে বাণিজ্যে যুক্ত একাধিক দেশের এই অবস্থা হয়েছে। যার প্রভাব বিশ্ব অর্থনীতিকে পড়বে বলে আগাম সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিশ্চিয়ানা জর্জিভা।

 কমবে বিশ্ব অর্থনীতির গ্রোথ

কমবে বিশ্ব অর্থনীতির গ্রোথ

বিশ্ব অর্থনীতির গ্রোথ কমবে বলে আগে থেকেই জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ০.১ শতাংশ থেকে ৩.৩ শতাংশ পর্যন্ত কমবে বলে জানানো হয়েছে। গত বছর বিশ্ব অর্থনীতির বৃদ্ধি ছিল ছিল ২.৯ শতাংশ। যা শতাব্দীর নিম্নতম বলে জানিয়েছিলেম অর্থনীতিবিদরা। এই পরিস্থিতি র পর করোনার থাবায় আরও বিশ্ব অর্থনীতি সংকট জনক পরিস্থিতে পৌঁছবে বলে আশঙ্কা করা হয়েছে।

করোনায় বাড়ছে মৃত্যু

করোনায় বাড়ছে মৃত্যু

করোনা ভাইরাসের কোপে ইতিমধ্যেই চিনে মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে। আক্রান্ত ৪০,০০০ কাছাকাছি। করোনা সংক্রমণ রুখতে কাগুজে নোট পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইতিমধ্যেই করোনা সংক্রামিত প্রদেশ গুলির ব্যাঙ্কে নির্দেশি পাঠিয়ে দিয়েছে জিনপিং সরকার।

English summary
Coronavirus would have a major impact on 2020 Global Economic Growth, predicts Kristalina Georgieva
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X