For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিশ্ব থেকে করোনা কখনই নির্মূল হবে না’, এমনটাই জানলেন হার্ভার্ড ইমিউনোলজিস্ট ডঃ শিব পিল্লাই

বিশ্ব থেকে করোনা কখনই নির্মূল হবে না’, ডঃ শিব পিল্লাই

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা দাপিয়ে বেড়াচ্ছে। ওমিক্রন যেন বিশ্ববাসীর পিছু ছাড়ছে না। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কবে এই মহামারি থেকে দেশবাসীর রেহাই কবে মিলবে! এবিষয়ে কী জানালেন হার্ভার্ড ইমিউনোলজিস্ট। হার্ভার্ড ইমিউনোলজিস্ট ডঃ শিব পিল্লাই জানান,করোনা কখনই বিশ্ব থেকে পুরোপুরি নির্মূল হবে না। তবে তিনি আশা করছেন, কয়েক বছরের মধ্যে করোনার ভ্যাকসিন ও ওষুধের ফলে কিছুটা নিমূল হতে পারে কোভিড।

‘বিশ্ব থেকে করোনা কখনই নির্মূল হবে না’, এমনটাই জানলেন হার্ভার্ড ইমিউনোলজিস্ট ডঃ শিব পিল্লাই


তবে, শিব পিল্লাই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন BA.2 এর রূপ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। যদিও এটি সম্পকে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। ওমিক্রন BA.1 থেকে আলাদা ওমিক্রন BA.2। ডঃ পিল্লাই মেডিসিন, স্বাস্থ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক। তিনি হার্ভার্ড ইমিউনোলজি গ্র্যাজুয়েট প্রোগ্রামের পরিচালক।

ওমিক্রনের রূপ BA.1 ওমিক্রনের ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা মৃদু। করোনার প্রজাতি আলফা, বিটা, ডেল্টা মানব শরীরে ফুসফুসকে তেমনভাবে সংক্রমিত করে না। BA.2 প্রজাতির ক্ষেত্রে এটি কখনও এটি বলা সম্ভব নয়।

হার্ভার্ড ইমিউনোলজিস্ট জানান, BA.1 থেকে BA.2 বেশি সংক্রমিত। যদিও সব ডেটা আমাদের হাতে আসেনি। সমস্ত রিপোর্ট আমাদের হাতে এলে তবে প্রমানিত হবে BA.2 মৃদু কিনা! ভারত জুড়ে BA.2 এর প্রভাব এখন বেশি চলছে। সেই সঙ্গে BA.2 বেশি প্রভাবিত করছে দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রকে। তবে তিনি উদ্বেগও প্রকাশ করছেন। তিনি বলছেন তাহলে কী করোনার আরেকটি তরঙ্গের তৈরি হবে!

অনেক বিশেষজ্ঞদের সাথে এক মত ডঃ পিল্লাই। যেসব বিজ্ঞানীদের মতে,করোনা কখনই পুরোপুরি বিশ্ব থেকে বিদায় নেবে না। ভ্যাকসিন ও ওষুধ দেওয়ার ফলে এর প্রভাব কিছুটা কমতে পারে।

INSACOG জানিয়েছিল, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে। ভারতের SARS-COV-2 জেনোমিক্স কনসোর্টিয়াম ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিংয়ের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। BA.2 এর প্রভাব বেশি পড়ছে ভারতে। যা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে দেশে।

English summary
coronavirus will never leave the world say dr shiv pillai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X