For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে ভোট কী করে হবে! সরকারের পতন-সংকট ঘিরে নাজেহাল পোল্যান্ডে কী ঘটল

করোনার আবহে ভোট কী করে হবে! সরকারের পতন-সংকট ঘিরে নাজেহাল পোল্যান্ডে কী ঘটল

  • |
Google Oneindia Bengali News

কোটির গন্ডি ছাড়িয়ে গিয়েছে করোনায় আক্রান্তদের সংখ্যা। গোটা বিশ্ব এই মুহূর্তে ত্রস্ত। ৭০ হাজার ছাড়িয়েছে করোনায় আক্রান্তদের মৃত্যুর সংখ্যা। এমন সংকটের পরিস্থিতিতে পোল্যান্ড ভাবছে, কী করে সেদেশে ভোট সংগঠিত করা যাবে ? আর সেই নিয়ে বেশ কিছু তথ্য উঠে এলো।

ভোট নিয়ে চিন্তা!

ভোট নিয়ে চিন্তা!

একের পর এক দেশে কেবলমাত্র মৃত্যু মিছিল আর পরিজন হারার চাপা কান্না। অজানা শত্রুর সঙ্গে লড়াইয়ে গোটা মানবজাতি কার্যত দিশাহারা। এমন পরিস্থিতিতে পোল্যান্ড চিন্তা ভাবনা করছে কীভাবে সেদেশে ভোট সংগঠিত হবে। এমন পরিস্থিতিতে সেদেশে প্রবল জটিলতা কেবলমাত্র ভোট নিয়ে।

১০ মে-র ভোট ও পোল্যান্ড

১০ মে-র ভোট ও পোল্যান্ড

১০ মে পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনের পালা। তার আগে, করোনার মহামারী রীতিমতো প্রকোপ বসিয়েছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতিতে পোল্যান্ড ঠিক করেছে যে পোস্টাল ভোটের মাধ্যমে সেদেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তবে তাতে বাধ সেদেশে শাসক দলের একাংশ। তাদের দাবি মহামারী পার হলেই হবে ভোট। আর মহামারীর শেষ কোথায় তা এখনও পর্যন্ত মানবজাতির কাছে অজানা! এমন পরিস্থিতিতে পোল্যান্ডে ভোট নিয়ে রাজনীতি বেশ সরগরম।

করোনা আবহে সংকটে সরকার

করোনা আবহে সংকটে সরকার

পোল্যান্ডে ৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। নতুন করে ৯৯ জনের দেহে মিলেছে এই রোগের সংক্রমণের চিহ্ন। এদিকে, ভোট কবে হবে, তা নিয়ে শাসক দলে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে সেখানে সরকার পতনের মুখে। এমন অবস্থায় সেদেশে অর্থনৈতিক পরিস্থিতিও খারাপের দিকে। ফলে পোল্যান্ড কোনপথে যায়, সেদিকে নজর সকলের।

English summary
Coronavirus update, Polish govt to decide on holding mail-in presidential vote.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X