For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত সহ বিশ্বের ১০০ টি দেশের চাপের মুখে মাথা নোয়ালো চিন! করোনা তদন্তে নয়া মোড়

  • |
Google Oneindia Bengali News

প্রবল চাপ বাড়ছিল বেজিং এর ওপর। করোনার উৎপত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই সন্দেহের নজর দিয়েছিল। এরপর ভারত সহ বিশ্বের ১০০ টি দেশ চেয়েছে করোনা নিয়ে তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের সংস্থার সাধারণ সভায়। সেই চাপের মুখে কার্যত নতি স্বীকার করে নিল চিন।

 জিনপিং এর বার্তা

জিনপিং এর বার্তা

রাষ্ট্রপুঞ্জের সংস্থার সাধারণ স্বাস্থ্য সভায় চিনের প্রেসিডেন্ট জিনপিং জানিয়েছেন, 'স্বচ্ছ্বতা, খোলা মন ও দায়িত্বের' সঙ্গে চিন করোনা নিয়ে চিন পদক্ষেপ নিয়েছে যখন এই রোগ প্রথম দেখা যায়।

 চিন কী চায়?

চিন কী চায়?

চিন এদিন কূটনৈতিক পদ্ধতিতে নিজের বক্তব্য পেশ করেছে। চিন জানিয়েছে , তারা চায় নিরপেক্ষভাবে গোটা পরিস্থিতির পর্যালোচনা হোক। তবে করোনার সাম্প্রতিক সংকটকাল মিটলেই তা যেন করা হয়। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগে বিশ্বের ১০০ টি দেশ এই তদন্তের দাবি তোলে।

 ১৮০ ডিগ্রি ঘুরে গেল চিন

১৮০ ডিগ্রি ঘুরে গেল চিন

প্রথমে ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে চিনের উহান ঘিরে করোনার তদন্তের দাবি তোলা হয়। তাতে সেভাবে তখন সায় দেয়নি চিন। এবার বিশ্বের ১০০ টি দেশের চাপে পড়ে চিন জানিয়েছে, সমবেত উদ্যোগে কোভিড ১৯ নিয়ে পর্যালোচনাকে চিন সমর্থন করে। আগামীকালই সভায় এই নিয়ে প্রস্তাবনা আনা হবে বলে খবর।

হু প্রধানের পরিস্থিতি কেমন?

হু প্রধানের পরিস্থিতি কেমন?

বিশ্বস্বাস্থ্য সংস্থা হু এর প্রধান গ্যাবরিয়েসস প্রথম থেকেই চিনকে করোনা নিয়ে অযাচিত সমর্থন যুগিয়ে এসেছে বেল আমেরিকা দাবি তোলে। এদিন, অবশ্য তাঁকে সামনে রেখেই চিন নিজের অবস্থান স্পষ্ট করেছে। এদিন গ্যাবরিয়েসস জানিয়ে দিয়েছেন যে মাহামারী থেকে সকলকেই শিক্ষা নিতে হবে। খুব তাড়াতাড়িই 'উপযুক্ত সময়ে' তদন্ত হবে বলে তিনি জানান।

English summary
Coronavirus update,Finally China agrees for probe into Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X