For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে করোনাভাইরাসের মারণ গ্রাসে ১,৫০০ জন, আক্রান্ত ৬৪ হাজার

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনার মৃত্যুর গ্রাস। ক্রমাগত চিনকে কেন্দ্র করে এই ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এখনও পর্যন্ত ৬৪ হাজার জনের দেহে এমন ভাইরাসের নমুনা পেয়েছে চিন। চিনে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ১৫০০জনে।লাফিয়ে বাড়ছে হুবেই প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা। দুই দশক আগে হংকং এ সার্স আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাকেও ছাপিয়ে যেতে শুরু করেছে করোনা।

 চিনে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতাল

চিনে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতাল

করোনা আক্রান্ত চিনে মহামারীর খবর উঠে আসতেই ১০ দিনের মাথায় তৈরি হয়েছে হাসপাতাল। একই সঙ্গে বিভিন্ন জায়গায় মানুষের অবাধ ঘোরাফেরাতেও নিষেধাজ্ঞা জারি করেছে চিন। যাতে কোনও মতেই এই ভাইরাসের আতঙ্ক না ছড়িয়ে পড়ে।

চিনের বাইরে কোপ করোনার

চিনের বাইরে কোপ করোনার

চিন ছাড়িয়ে বিশ্বের ২৪ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই জাপান, থাইল্যান্ড থেকে মৃত্যুর খবর উঠতে শুরু করেছে। লাফিয়ে বাড়ছে বিশ্ব জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

কলকাতায় করোনার থাবা!

কলকাতায় করোনার থাবা!


ইতিমধ্যেই ব্যাঙ্কক থেকে আসা ২ যাত্রীকে কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত হিসাবে প্রাথমিকভাবে শনাক্ত করা গিয়েছে বলে খবর। তাঁদের ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে সরকারি সূত্রে এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

সহজে পিছু ছাড়বে না করোনা!

সহজে পিছু ছাড়বে না করোনা!

বিশিষ্ট চিকিৎসক ডক্টর রবার্ট রেডফিল্ড বলছেন, সহজে এই করোনা ভাইরাস পিছু ছাড়বে না বিশ্বের। এই চলতি মরশুমের পরও এই ভাইরাস বিশ্বে থেকে যাবে। তাঁর মতে পরিস্থিতি ও ভাইরাসের গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছে, তাতে করোনা এই বছরভর আতঙ্কে রাখতে পারে বিশ্ববাসীকে ।

English summary
Coronavirus update, Death Count Rises To 1,500, Over 64,000 Cases Reported in china
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X