For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে করোনার দ্বিতীয় স্রোতের আশঙ্কা! ফের কোভিড ১৯ আতঙ্কে ড্রাগনের দেশ

  • |
Google Oneindia Bengali News

ভারতে করোনা আতঙ্ক ক্রমাগত গ্রাস করছে। অন্যদিকে যে প্রতিবেশী দেশ চিনে এই করোনা ভাইরাস প্রথম ধরা পড়ে, সেই চিন ফের একবার করোনা আতঙ্কে কাঁপছে। মনে করা হচ্ছে, চিনে দ্বিতীয়বার স্রোত আসছে করোনার। আর তাতেই আতঙ্ক বেড়েছে।

৬৩ টি নতুন ঘটনা চিনে!

৬৩ টি নতুন ঘটনা চিনে!

চিন জানিয়েছিল, সেদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে করোনা আক্রান্তের ঘটনা আর দেখা যাচ্ছেনা। এর ফলে ধীরে ধীরে সেদেশে লকডাউন শিথিল হয়। তবে এখানেই শেষ নয়, সেদেশে এবার বিদেশ থেকে বাহিত হয়ে এসেছে করোনার আতঙ্ক।

নতুন করে মৃত্যু

নতুন করে মৃত্যু

চিন জানিয়েছে, নতুন করে সেদেশে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে চিনে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৩৩৫ জনের। ড্রাগনের দেশে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা ৮১,৮৬৫ জন। যা ফের একবার এশিয়ায় করোনা আতঙ্ক জাঁকিয়ে বসছে।

নতুন করে মৃত্যু

নতুন করে মৃত্যু

চিন জানিয়েছে, নতুন করে সেদেশে ২ জনের মৃত্যু হয়েছে। ফলে চিনে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৩৩৫ জনের। ড্রাগনের দেশে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা ৮১,৮৬৫ জন। যা ফের একবার এশিয়ায় করোনা আতঙ্ক জাঁকিয়ে বসছে।

মার্কিন সন্দেহ!

মার্কিন সন্দেহ!

চিনের করোনা পরিসংখ্যানে সমস্যা রয়েছে বলে বারবার মার্কিন সরকার দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট থেকে মার্কিন সচিব মাইক পম্পেও বারবার দাবি করেছে করোনাভাইরাসের আক্রামণের জেরে চিন যে মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা দিচ্ছে তা সঠিক নয়। যদিও তা নস্যাৎ করেছে চিন।

English summary
Coronavirus update, China worries of second wave of infections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X