For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৪ বছরে চিন যা দেখেনি করোনা পরবর্তী সময়ে সেই 'ক্ষতি' আসন্ন! অর্থনীতি নিয়ে কোন পরিসংখ্যান প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

করোনার বিধ্বংসী হানার পর চিনের অর্থনীতি ফের একবার চাঙ্গা হওয়ার দিকে। আর চিনের অর্থনীতির এই উত্থান অনেককেই তাক লাগাচ্ছে। কোভিড ১৯ হানার আগে ,চিনের শেয়ার বাজার ধসে যায়। তারপর ঘটেছে তা অনেককেই অবাক করছে। শুধু তাই নয়, গত ৪৪ বছরে চিন যা দেখেনি , তাই দেখতে চলেছে জিনপিং এর দেশ।

৪৪ বছরে যা দেখেনি চিন...

৪৪ বছরে যা দেখেনি চিন...

২০০৮-২০০৯ সালে শেষ বার বিশ্ব রিসেশন দেখেছে চিন। সেই সময়ের আর্থিক মন্দার সঙ্গেও ঝুঝে গেছিল চিন। কিন্তু করোনাভাইরাসের জেরে আপাতত পশ্চিমী দেশগুলির শ্যেন নজরে থাকায় চিনের পক্ষে আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভ নয় বলে মত বিশেষজ্ঞদের। আগামী দিনে চিন বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আসতে পারে বলে মত তাঁদের।

পড়ছে জিডিপির হার

পড়ছে জিডিপির হার

২০১৯ সালে ৬.১ শতাংশ ছিল চিনের জিডিপি। তবে ২০২০ সালে তা ১ থেকে ২ শতাংশ নামলেও নামতে পারে বলে মনে করা হচ্ছে। শেষবার ১৯৯০ সালে চিন এমনভাবে ধরাশায়ী হয়েছিল। আর ২০২০ সালে সেই পরিস্থিতি আগত বলে মনে করা হচ্ছে।

চাকরি ক্ষেত্রে আশঙ্কা

চাকরি ক্ষেত্রে আশঙ্কা

চিনের আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ১৬ শতাংশ পতনের আশঙ্কা করা হচ্ছে । যা গোটা বছরে ৩ শতাংশের কমতি হিসাবে প্রভাব ফেলবে। অনেকের ধারণা চিনের অর্থনীতি খুব চেষ্টা করলেও হয়তো ১ শতাংশ বৃদ্ধি পাবে। তবে তাতে ১৮ মিলিয়ন মানুষ কাজ হারাবেন চিনে। এমনই আশঙ্কা ভারতের প্রতিবেশী দেশজুড়ে।

আরও আর্থিক মদত প্রয়োজন!

আরও আর্থিক মদত প্রয়োজন!

চিনের এই মুহূর্তে আরও আর্থিক মদতের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এরইমধ্য়ে সেদেশে ছোটো ব্যবসায়ীদের বাড়তি সাহায্যের জন্য ৩ ট্রিলিয়ন ইউয়ান (চিনা মুদ্রা) ঘোষণা করেছে সেদেশ। মাঝারি শিল্পের উন্নতিতেও প্যাকেজ ঘোষিত হয়েছে।তবে তাতেও ২০২০ সালে আর্থিক মন্দা ঠেকাতে পারবে না চিন , এমনই মত বিশেষজ্ঞদের।

English summary
Coronavirus update, after 44 years China's economy may not grow at all in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X