For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস রুখতে 'হার্ড ইমিউনিটি' নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে! গবেষণায় কী জানা যাচ্ছে

  • |
Google Oneindia Bengali News

করোনা রোধের উপযুক্ত টিকা এখনও প্রকাশ্যে আসেনি। গোটা বিশ্বের ১১০ টি দেশ এই গবেষণায় ব্রতী। এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন গবেষণা এখন গোটা বিশ্বের ফোকাসে। এমন পরিস্থিতিতে নিজের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়াই একমাত্র উপায় করোনা নির্মূলের । আর সেকারণেই বিশ্বজুড়ে 'হার্ড ইমিউনিটি' প্রয়োজন। এই 'হার্ড ইমিউনিটি' নিয়ে বেশ কয়েকটি তথ্য উঠে আসতে শুরু করেছে।

নয়া গবেষণা কী বলছে?

নয়া গবেষণা কী বলছে?

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে, একটি এলাকায় ৪৩ শতাংশ মানুষ যদি নিজের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে পারেন, তাহলেই সেখানে হার্ড ইমিউনিটি গড়ে উঠবে। আর এই 'হার্ড ইমিউনিটি' যে এলাকায় রয়েছে, সেখানে করোনা প্রবেশের সুযোগ কম পাবে।

আগের গবেষণায় কী জানা গিয়েছে?

আগের গবেষণায় কী জানা গিয়েছে?

করোনার জের সম্পর্কে আগের বহু গবেষণায় জানা গিয়েছিল, একটি এলাকার ৬০ শতাংশ মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি থাকলে, তবেই সেখানে করোনার গ্রাস গাঢ় হতে পারে না। তবে বর্তমান গবেষণা বলছে সেই পরিসংখ্যান ৪৩ শতাংশ।

কোন ক্ষেত্রে জোর দিতে হবে?

কোন ক্ষেত্রে জোর দিতে হবে?

গবেষণায় বলা হচ্ছে, হার্ড ইমিউনিটির আগে নিজের মধ্যে ব্যক্তি বিশেষে ইমিউনিটি তৈরি করা প্রয়োজন। আর ব্যক্তিবিশেষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে তবেই করোনা দমন সম্ভব।

কাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বেশি?

কাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বেশি?

গবেষণা জানাচ্ছে, যাঁদের সামাজিক মেলামেশা বেশি তাঁদের মধ্যে করোনার প্রবণতা বেশি। এক্ষেত্রে যুব সমাজ প্রবল ক্ষতির মুখে পড়তে পারে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, সামাজিকভাবে মেলামেশা যাঁরা খুবই পছন্দ করেন, তাঁদের থেকে রোগ ছড়ানোর সম্ভাবনা বাড়তে পারে। দাবি গবেষণায়।


পরীক্ষা নির্দেশিকা পরিবর্তন করার পথে ইউজিসি! নতুন সেশন শুরু হতে পারে অক্টোবরেপরীক্ষা নির্দেশিকা পরিবর্তন করার পথে ইউজিসি! নতুন সেশন শুরু হতে পারে অক্টোবরে

English summary
Coronavirus treatment, how to achive Herd Immunity , here is some details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X