For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ছড়াতে শুরু করে ২০১৯-র অক্টোবর থেকে, চিনের চাপ বাড়িয়ে দাবি ব্রিটিশ গবেষকদের

করোনা ছড়াতে শুরু করে ২০১৯-র অক্টোবর থেকে, চিনের চাপ বাড়িয়ে দাবি ব্রিটিশ গবেষকদের

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ নিয়ে ব্রিটিশ গবেষকদের দাবি চাপ বাড়াল চিনের। লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের গবেষকরা দাবি করেছেন, চিনে করোনা সংক্রমণ প্যান্ডামিক আকার নিতে শুরু করেছিল ২০১৯ সালের অস্টোবর মাস েথকেই। বর্তমানে তাঁরা প্রায় করোনা ভাইরাসের ২০০ রকমের পরিবর্তনের সন্ধান পেয়েছেন।

অক্টোবর থেকেই ছড়িয়েছে করোনা

অক্টোবর থেকেই ছড়িয়েছে করোনা

করোনা সংক্রমণ ২০১৯ সালের ৬ অক্টোবর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ছড়াতে শুরু করেছিল িচনে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন লন্জনের জেনেটিক্স ইনস্টিটিউটের গবেষকরা। অথচ সেসম্পর্কে খবর আসতে শুরু করেছিল জানুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাস থেকে এই সংক্রমণ গোটা বিশ্বে ছড়াতে শুরু করে।

চাপ বাড়ল চিনের

চাপ বাড়ল চিনের

লন্ডনের গবেষকদের এই তথ্য চাপ বেড়েছে চিনের। এমনিতেই করোনা ভাইরাস নিয়ে চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছে আমেরিকা। জিনপিং সরকার প্রাণঘাতী করোনা জেনেও অন্যান্য েদশের থেকে সেই তথ্য গোপন করেছে। এর জন্য চিনকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প সরকার।

করোনা মহামারির আকার নিয়েছে

করোনা মহামারির আকার নিয়েছে

গোটা বিশ্বে করোনা ছড়াতে শুরু করে ফেব্রুয়ারি মাস থেকে। সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে আমেরিকা এবং ইউরোপে। আমেরিকায় প্রায় ৭৫০০০ মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে। চিনের থেকেও বেশি লোকের মৃত্যু হয়েছে আমেরিকায়। তারপরেই ইতালি, ফ্রান্স এবং স্পেন।

কোনঠাসা চিন

কোনঠাসা চিন

করোনা সংক্রমণে ভয়াবহতার কারণে কোনঠাসা হয়ে পড়েছে চিন। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে পাশে পেতে চাইছে জিনপিং সরকার। এদিকে গোটা দেশে করোনা ভাইরাসের সবয়েচে ভয়ঙ্কর প্রকারটি ছড়াতে শুরু করেছে। দ্বিতীয় দফায় ফের করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে আরও রণতরী পাঠাল ভারতীয় নৌবাহিনী! বিভিন্ন দেশকে দেওয়া হবে ত্রাণআটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে আরও রণতরী পাঠাল ভারতীয় নৌবাহিনী! বিভিন্ন দেশকে দেওয়া হবে ত্রাণ

English summary
Coronavirus spread from October 2019 claimed UK scientists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X