For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার করোনা ভাইরাসের থাবায় মৃত্যু মিছিল ইরানে, আক্রান্ত সেদেশের ভাইস প্রেসিডেন্টও

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থাবা ক্রমেই চিন ছাড়িয়ে বিশ্বের অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে। চিন বাদে করোনা সংক্রমণে সব থেকে ক্ষতিগ্রস্থ দেশ ইরান। সেখানে এখনও পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এদিকে এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক মন্ত্রী তথা ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। আক্রান্ত ইরানের আরও এক মন্ত্রী। নাম, ইরাজ হরিরচি।

করোনায় আক্রান্ত আমেরিকা বিরোধী এই ভাইস প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত আমেরিকা বিরোধী এই ভাইস প্রেসিডেন্ট

১৯৭৯ সালে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখলে নেয়ার পর দেশটির মুখপাত্র হিসেবে বিশ্ব গরবারে পরিচিতি পান মাসৌমেহ এবতেকার। মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল। সেই সময় তিনি বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ স্থাপনের মাধ্যম হয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে ইংরেজি ভাষায় দক্ষ এই রাজনীতিবিদ হন দেশের প্রেসিডেন্ট।

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন

এদিকে জানা গিয়েছে, এপর্যন্ত ইরানে ২৫৪ জনের করোনাক্রান্তের খবর পাওয়া গিয়েছে। শুধু মাত্র গত ২৪ ঘণ্টাতেই ইরানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এই অবস্থায় শুক্রবার দেশ জুড়ে জুম্মার নামাজ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জন সমাগমের উপর কোপ পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

অন্য দেশ থেকে আসা নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি ইরানের

অন্য দেশ থেকে আসা নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি ইরানের

এই পরিস্থিতিতে চিনের নাগরিকদের ইরানে প্রবেশ নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। এছাড়াও এ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে আমেরিকা, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াসহ আরও অন্তত ১২টি দেশের প্রতি এমন নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। দেশটির বিদেশমন্ত্রী জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির কথা মাথআয় রেখে ২০ হাজার করোনা ভাইরাস টেস্ট কিট ইতিমধ্যেই আমদানি করা হয়েছে।

English summary
coronavirus scare spreads as iran VP affected by it and 26 dies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X