For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ্যপান কি করোনা ভাইরাস আটকে দিতে পারে! সংশয় কাটিয়ে কোন জবাব দিল WHO

  • |
Google Oneindia Bengali News

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এদেশে নতুন করে কয়েকজনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। কোনও জমায়েত থেকে দূরে থাকতেও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এমন পরিস্থিতিতে একাধিক খাবার নিয়ে সংশয় দানা বেঁধেছে। মাংস থেকে শুরু করে মদ্যপান নিয়ে করোনা আতঙ্ক চাগাড় দিয়েছে। আর এই বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু কী জানিয়েছে দেখে নেওয়া যাক।

করোনা আতঙ্ক ও মদ্যপান

করোনা আতঙ্ক ও মদ্যপান

একটা সময় সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল একটি বার্তা, যে করোনা ভাইরাস থেকে বাঁচতে মদ্যপান উপযোগী। আর সেই তত্ত্বও এবার নস্যাৎ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। হু-এর তরফে জানানো হয়েছে, মদ সারা শরীরে ছিটিয়ে নিলেও বা পান করলেও করোনার গ্রাস থেকে মুক্তি নেই। যদি শরীরের ভিতরে ভাইরাস ঢুকে থাকে, তাহলে মদ্যপান মুক্তি দিতে পারবে না।

 ক্লোরিন উপকারী জীবাণু নাশে!

ক্লোরিন উপকারী জীবাণু নাশে!

হু বলছে, বাড়ির চারপাশে জীবাণু বা ভাইরাস মারতে ক্লোরিন ছেটানো যেতে পারে। তাতে করোনা আক্রমণের আশঙ্কা কম। তবে উপযুক্ত চিকিৎসকের পরমর্শ মেনেই এই কাজ করা উচিত। হুয়ের দাবি, মুখে হাত থেকে বিরত থাকলে এই রোগের আক্রমণ অনেকটাই কমানো যেতে পারে।

গরম জলে স্নান করলেও করোনা আটকানো যাবে না

গরম জলে স্নান করলেও করোনা আটকানো যাবে না

হু বলছে গরম জলে স্নান করলে করোনার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে, এমনটা ঠিক ধারণা নয়। গরম জলে চান করলেও করোনা হতে পারে। তবে হাত , জল বা সাবান দিয়ে বারবার ধুয়ে ফেলাটা অত্যন্ত জরুরি। এমনটাই দাবি হুয়ের।

 চিকেন-মটন খাওয়া নিয়ে কোন বার্তা?

চিকেন-মটন খাওয়া নিয়ে কোন বার্তা?

এদিকে, মাংস থেকে করোনা ছড়াচ্ছে এমন দাবি করছেন অনেকেই। যাকে ভুয়ো দাবি বলে আখ্যা দিচ্ছেন চিকিৎসকরা। চিকেন বা মটন থেকে এই রোগ ছড়ায় না বলে দাবি করেছেন একাধিক চিকিৎসক।

English summary
CoronaVirus Protesction, Drinking alcohol will not protect you from Covid-19, says WHO.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X