For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হজের আবহেও করোনা আতঙ্ক, করোনা সংক্রমণ রুখতে ফের কড়া বিধিনিষেধ জারি সৌদি প্রশাসনের

হজের আবহেও করোনা আতঙ্ক, করোনা সংক্রমণ রুখতে ফের কড়া বিধিনিষেধ জারি সৌদি প্রশাসনের

  • |
Google Oneindia Bengali News

ভারতের পাশাপাশি ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে ফের দাপট বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে হজ উপলক্ষে আগেই একগুচ্ছ করোনা বিধি প্রকাশ করেছিল সৌদি সরকার। এমনকী হজ পালন করতে গেলে এইবার থেকে করোনা ভ্যাকসিন যে বাধ্যতামূলক বা স্পষ্ট করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী। এবার সেই প্রসঙ্গে ফের একবার নতুন বিধিনিষেধের কথা স্মরণ করিয়ে দিল আরবের হজ ও ওমরাহ মন্ত্রক।

কারা পাবেন ওমরাহ পালনের অনুমতি ?

কারা পাবেন ওমরাহ পালনের অনুমতি ?

নয়া নির্দেশিকায় পুনরায় সকলকে সতর্ক করে জানানো হয়েছে পবিত্র রমজান মাস থেকে করোনা টিকা টিকা নেওয়া লোকজনকেই কেবল মক্কায় ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তবে গোটা টিকাকরণ প্রক্রিয়াকে মূলত তিন ভাগে ভাগ করেছে সৌদি প্রশাসন। যাঁরা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন তাদের ধর্মাচরণে কোনও বাধা নেই বলে জানানো হয়েছে।

 ঠিক কী নির্দেশিকা জারি করেছে সৌদি প্রশাসন ?

ঠিক কী নির্দেশিকা জারি করেছে সৌদি প্রশাসন ?

অন্যদিকে অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছেন তাঁরা ওমরাহে অংশ নিতে পারবেন।পাশাপাশি যাঁরা সংক্রমণ থেকে সেরে উঠেছেন তাদের জন্য কোনও কোনও বিধিনিষেধ থাকছে না বলে জানানো হয়েছে। এই তিন তালিকায় থাকা ব্যক্তিরাই কেবল মাত্র ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন। রমজান মাসের শুরুতেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। তবে কত দিন চলবে তা স্পষ্ট করেনি সৌদি সরকার।

 করোনা সঙ্কটের মাঝে কেমন ছিল গতবারের হজ যাত্রা ?

করোনা সঙ্কটের মাঝে কেমন ছিল গতবারের হজ যাত্রা ?

এদিকে করোনা মহামারির জেরে গতবছরই সৌদি আরব প্রশাসন প্রথমবারের জন্য সীমিত পরিসরে হজের আয়োজন করে। যা ইতিহাসে প্রথমবার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে প্রত্যেক বছর মক্কায় সাধারণ ২৫ থেকে ৩০ লক্ষ মানুষকে হজের অনুমতি দেওয়া হয়। কিন্তু গত বছর সেদেশে বসবাসকারী মাত্রা ১০ হাজার মুসলিমকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় বলে খবর।

সৌদির করোনা পরিসংখ্যান

সৌদির করোনা পরিসংখ্যান

এদিকে ২০১৯ সালে গোটা বিশ্বের ইসলাম সম্প্রদায়ের প্রায় ২৫ লক্ষের বেশি মানুষ মক্কায় হজে যান। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্য্ন্ত সৌদি আরবে ৩ লক্ষ ৯৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৭০০ জন। এদিকে হজ চলাকালীন হজযাত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদেরও টিকাকরণেরও ব্যবস্থা করবে আরব প্রশাসন, এমনটাও জানিয়েছেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল আরাবিয়া।

গত বছরের তুলনায় দ্রুত ছড়াচ্ছে করোনা, আগামী চার সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিল সরকারগত বছরের তুলনায় দ্রুত ছড়াচ্ছে করোনা, আগামী চার সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিল সরকার

English summary
Saudi administration imposes stricter restrictions on Hajj coronation during Ramadan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X