For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে করোনা ভাইরাসের আক্রমণ কাটিয়ে সুস্থ হচ্ছেন কতজন! সংকটে আমেরিকা

  • |
Google Oneindia Bengali News

চোখের নিমেষে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বের সমবেত চেষ্টাতেও তা আটকে রাখা যাচ্ছে না। বিশ্বের প্রায় ১৫০ টি দেশে করোনার দংশন ভয়াবহ আকার নিয়েছে। এরই মধ্যে আগের থেকে কয়েক শতাংশ বেড়েছে মৃতের সংখ্যা। অন্যদিকে সুস্থতার হার আগের থেকে কমতি দিকে। এমন পরিস্থিতিতে করোনা আক্রমণ ঘিরে বিশ্বের নিরিখে পরিসংখ্যান একনজরে দেখে নেওয়া যাক।

করোনা পরিসংখ্যান

করোনা পরিসংখ্যান

করোনার জেরে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৬০৩৭১৯ জন। এঁদের মধ্যে ১১৫১৩৪২ জনের দেহে করোনার দংশন প্রকট। আগের থেকে গুরুতর অসুস্থদের সংখ্যা কমেছে। বিশ্বের ৪ শতাংশ মানুষের দেহে করোনা গুরুতর আকার নিয়েছে। এই শতাংশ আগে ছিল ৫ । অন্যদিকে, ৯৬ শতাংশ মানুষের দেহে অল্প হারে করোনার আক্রমণ হয়েছে।মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯৫ হাজারের গন্ডি।

সুস্থতার পরিসংখ্যান

সুস্থতার পরিসংখ্যান

গত কয়েক সপ্তাহে করোনার জেরে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আগে যে পরিসংখ্যান ৮৭ থেকে ৮৫ শতাংশে ছিল, তা বর্তমানে ৭৯ শতাংশে রয়েছে। বর্তমানে ৩৫৬,৬৫৫ জন করোনার অসুস্থতা কাটিয়ে সেরে উঠছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের করুণ পরিস্থিতি

মার্কিন যুক্তরাষ্ট্রের করুণ পরিস্থিতি

মার্কিন যুক্তরাষ্ট্রে আপাতত ৪৬৮৫৬৬ জন আক্রান্ত করোনার জেরে। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছে। সেখানে ১৬,৬৯১ জন আক্রান্ত করোনার জেরে। সুস্থ হয়ে উঠেছেন, ২৫, ৯২৮ জন। আপাতত করোনা আক্রান্ত দেশের বিচারে সবচেয়ে উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশের বিচারে পরিসংখ্যান

দেশের বিচারে পরিসংখ্যান

মার্কিন যুক্তরাষ্ট্রের পরই রয়েছে স্পেন, ইতালি। স্পেনে আক্রান্তের সংখ্যা ১৫৩২২ জন. মৃতের সংখ্যা ১৫, ৪৪৭ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১৪৩৬২৬ জন। মৃতের সংখ্যা ১৮, ২৭৯ জন। এদিকে, চিনে নতুন করে ৪২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে।

English summary
Coronavirus outbreak, world crosses 95 thousands deaths , USA in big crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X