For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত! গুপ্তচর সংস্থা 'মোসাদ' প্রধানকে কোথায় সরানো হল

  • |
Google Oneindia Bengali News

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুকে নিয়ে কয়েকদিন আগেই করোনা আতঙ্ক দেখা যায় ইজরায়েলে। নেতানইয়াহুর এক ঘনিষ্ঠ সহযোগীর দেহে করোনা চিহ্ন মেলে। এরপরই সেদেশের প্রধানমন্ত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপর সেদশের স্বাস্থ্যমন্ত্রীর শরীরের কোভিড ১৯ এর চিহ্ন মিলেছে।

ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত! গুপ্তচর সংস্থা মোসাদ প্রধানকে কোথায় সরানো হল

ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিটসম্যান করোনা আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে, তাঁর করোনা আক্রমণের খবর মিলতেই মুহূর্তে সেদেশের গুপ্তচর বাহিনী 'মোসাদ' এর প্রধান ইওসি কোহেনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। এমনকি ইজরায়েলের জাতীয় উপদেষ্টা মীর বেন শাব্বাতকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

আপাতত খুবই সামান্য পর্যায়ে করোনায় আক্রান্ত হয়েছেন ইজারায়েলের স্বাস্থ্যমন্ত্রী। তাঁকে দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে সেদেশের স্বাস্থ্য বিষয়ক কাজকর্ম পরিচালনা করা হচ্ছে। এদিকে, করোনার দাপটে ইজরায়েলের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তারমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতা আরোই পরিস্থিতিকে সংকটে নিয়ে গিয়েছে। সেদেশে ৬,২১১ জন আক্রান্ত করোনায়। মৃত্যু হয়ছে ৩১ জনের। গত ২৪ ঘণ্টা সেদেশে ৫ জনের মৃত্যুর খবর এসেছে।

English summary
Coronavirus outbreak,Israel's Health Minister tests positive for covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X