For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের উহান প্রদেশের বাইরে এবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, উদ্বেগ বিশ্বজুড়ে

Google Oneindia Bengali News

চিনে নতুন করে এক–চতুর্থাংশ করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তবে সেগুলি সবই মহামারির কেন্দ্রস্থল উহান প্রদেশের বাইরে, শুক্রবার সরকারিভাবে জানানো হয়।

আক্রান্তরা চিনের বাইরে

আক্রান্তরা চিনের বাইরে

শুক্রবার দেশের মূল ভূখণ্ডে নতুন করে ৯৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। শনিবার দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন (‌এনএইচসি)‌ জানিয়েছে, তাদের দেশব্যাপী পরিসংখ্যান অনুযায়ী একদিন আগে ১৪৩ টি করোনা ভাইরাসের কেস পাওয়া গিয়েছে, যা ২০ জানুয়ারি পর্যন্ত সবচেয়ে কম বলে জানা যাচ্ছে। মধ্য চিনের হুবেই প্রদেশের বাইরে ৬ মার্চ পর্যন্ত ২৫টি নতুন করোনা ভাইরাসে নিশ্চিত আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। যার মধ্যে ২৪জন বাইরের। জানা গিয়েছে, অধিকাংশ আক্রান্তই উত্তর-পশ্চিম চিনের গানসু প্রদেশের। এই আক্রান্ত যাত্রীরা ২ মার্চ থেকে ৫ মার্চের মধ্যে ইরান থেকে এই প্রদেশের রাজধানী লানঝোতে প্রবেশ করে।

বেজিংয়ে ৪জন নতুন আক্রান্ত

বেজিংয়ে ৪জন নতুন আক্রান্ত

বেজিংয়ে শুক্রবার চারটে নতুন করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যার মধ্যে তিনজন ইতালি থেকে এসেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের মতে, সাংহাইয়ে তিনজন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, যারা বিদেশি এবং একজন আক্রান্ত গুয়াংডং প্রদেশের। শুক্রবার পযর্ন্ত চিনের বাইরে থেকে আসা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ জন।

মৃতের সংখ্যা তিন হাজারের বেশি

মৃতের সংখ্যা তিন হাজারের বেশি

পর পর দ্বিতীয় দিন, উহান প্রদেশের রাজধানীর বাইরে হুবাইতে কোনও নতুন সংক্রমণ হয়নি। মূল ভূখণ্ড চিনে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০,৬৫১ জনে। শুক্রবার পর্যন্ত চিনে মৃত্যুর সংখ্যা ৩,০৭০। বৃহস্পতিবার এ দেশে মৃত্যু হয়েছে ২৮ জনের।

English summary
coronavirus outbreak death toll up in China, fresh case rise outside Wuhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X