For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে ৩ লাখ করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠছেন কতজন! মৃত্যুমিছিল দানবীয় আকার নিল ইতালিতে

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে গোটা দুনিয়া ত্রস্ত। ভারতে এই আক্রান্তের সংখ্যা লাফিয়ে যেমন বাড়ছে বিশ্বজুড়েও আক্রান্তের সংখ্যাটা নেহাত কম নয়। ইতালি, ইরান সহ বিশ্বের ১৫১ টি দেশ আপাতত ধরাশায়ী করোনার জেরে। চিনের বাইরে ইউরোপ ব্যাপকভাবে আক্রান্ত এই রোগে। ৩৩২,১৩৪ জন এই মুহূর্তে গোটা বিশ্বে আক্রান্ত করোনায়। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৪,৪৩৬ জনের।

সেরে উঠলেন কতজন?

সেরে উঠলেন কতজন?

এদিকে, ৩ লাখেরও বেশি আক্রান্তের মধ্যে সেরে উঠছেন প্রায় ৯৬ হাজার মানুষ। এই সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যাটাও নেহাত কম নয়। এদিকে আজ নতুুন করে ইতালিতে মৃত্যু হয়েছে ৬৫১ জনের। করোনার দাপটে সেদেশে কার্যত অসহায় কঙ্কালসার চেহারা বারবার সামনে আসছে। সেদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৫৬০ জন। এরপরই রয়েছে ইরান যেখানে মৃতের সংখ্যা ১,৬৮৫তি গিয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব জুড়ে আতঙ্ক বাড়ছে ইতালি ঘিরে।

ইতালিতে কতজন আক্রান্ত?

ইতালিতে কতজন আক্রান্ত?

ইতালিতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯,১৩৮ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২ ,৮০১,ইরানে আক্রান্তের সংখ্যা ২১ ৬৩৮ জন। অন্যদিকে করোনার আঁতুরঘর চিনে আক্রান্তের সংখ্যা ৮১,০৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় কতজন মারা গিয়েছেন?

গত ২৪ ঘণ্টায় কতজন মারা গিয়েছেন?

গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪২৯ জন। উল্লেখ্য, ইতালিতে নতুন করে মৃতের সংখ্যা ৬৫১ জন। অন্যদিকে স্পেনে নতুন করে মৃতের সংখ্যাও আতঙ্ক তৈরি করছে। সেখানে মৃতের সংখ্যা ৩৭৫ জন। ১২৯ জনের নতুন করে মৃত্যু হয়েছে ইরানে। ফেল আতঙ্কের প্রহর কাটছে না বিশ্বজুড়ে।

English summary
Coronavirus , out of 3,32134 people 96,958 are recovering, Italy's death toll crossee 5000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X