For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উহানের ল্যাব থেকে ছড়ায়নি করোনা, তদন্ত শেষে চাঞ্চল্যকর দাবি হু-র গবেষকদের

উহানের ল্যাব থেকে ছড়ায়নি করোনা, তদন্ত শেষে চাঞ্চল্যকর দাবি হু-র গবেষকদের

  • |
Google Oneindia Bengali News

কোয়ারান্টাইন ও আইনি জটিলতা পেরিয়ে গত ৪ঠা ফেব্রুয়ারি থেকেই উহানের ল্যাব পরিদর্শনে নেমেছিলেন হু-বিশেষজ্ঞরা। এদিকে করোনার জন্ম রহস্য তদন্তের ক্ষেত্রে চিনের বিরুদ্ধে গবেষকদের প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন আন্তর্জাতিক রাজনীতিকরা। যদিও মারণ ব্যাধিকে ঘিরে এহেন রাজনৈতিক তরজার মাঝেই মঙ্গলবার হু-গবেষকদলের নতুন বক্তব্যে ছড়িয়েছে চাঞ্চল্য।

উহান পরিদর্শন শেষের দিকে

উহান পরিদর্শন শেষের দিকে

করোনা অতিমারীর শুরু থেকেই ভাইরাস ছড়ানোর অভিযোগ উঠেছিল উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র বিরুদ্ধে। যদিও উহানের ল্যাব থেকে কোভিড ছড়ানোর প্রসঙ্গে নেতিবাচক ইঙ্গিত করে চাঞ্চল্য চড়িয়েছেন উহানে গবেষণারত হু-এর বিশেষ গবেষকদলের সদস্য পিটার বেন এমবারেক। বরং জীবদেহ থেকে মানবশরীরে করোনা সংক্রমণের সম্ভাবনার কথাই বলছেন হু-গবেষকরা।

জীবজগত থেকে মানবদেহে সংক্রমণের তত্ত্ব হু-এর তরফে

জীবজগত থেকে মানবদেহে সংক্রমণের তত্ত্ব হু-এর তরফে

ল্যাব নয়, বরং পশুদেহ থেকেই মানবদেহে করোনা সংক্রমণের দিকে ইঙ্গিত করলেন পিটার এমবারেক সহ অন্যান্য হু-গবেষকরা। পাশাপাশি এমবারেক আরও জানিয়েছেন, "এখনও পর্যন্ত গবেষণার ফল বলছে যে উহানের ল্যাব থেকে কোভিড সংক্রমণ ঘটেনি। তবে এ বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে।"

 চিনের বক্তব্যেই ঘুরিয়ে সিলমোহর হু-এর

চিনের বক্তব্যেই ঘুরিয়ে সিলমোহর হু-এর

করোনা গবেষণায় যে বেশ কিছুদূর অগ্রসর হয়েছে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সে বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে চিন প্রমাণ দিয়েছে বারংবার। যদিও চিনে করোনা সংক্রমণের ক্ষেত্রে গ্রীস, রাশিয়া ও ভারতের মত দেশ থেকে আমদানিকৃত প্যাকিং বাক্সগুলিকেই দায়ী করেছিলেন চৈনিক বিশেষজ্ঞরা। সম্প্রতি চিনের সেই দাবীকেই সম্মতি জানালেন হু-এর বিশেষজ্ঞ দলের ১০ গবেষক!

আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার বেজিংয়ের

আন্তর্জাতিক চাপের মুখে নতিস্বীকার বেজিংয়ের

এর আগে বারংবার করোনার জন্মস্থল গবেষণার দাবি উঠলেও তা এড়িয়ে গিয়েছিল জিনপিং সরকার। যদিও গত বছরের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে অবশেষে নতিস্বীকার করে বেজিং। নাগরিক সাংবাদিকদের কন্ঠরোধ হোক বা তথ্যগোপন, আন্তর্জাতিক মঞ্চে বারবারই এহেন অভিযোগ ওঠে জিনপিং সরকারের বিরুদ্ধে। যদিও অবশেষে হু-এর গবেষণার ফলাফলে যে যথেষ্ট স্বস্তিতে বেজিং, তা বলাই বাহুল্য।

ভ্যালেন্টাইন্স ডে ২০২১: কোন উপহার 'হিট' আর কোনটি 'ফ্লপ' হতে পারে জানুন বাস্তুমতে ভ্যালেন্টাইন্স ডে ২০২১: কোন উপহার 'হিট' আর কোনটি 'ফ্লপ' হতে পারে জানুন বাস্তুমতে

English summary
Covid virus did not spread from Wuhan's lab, sparking research by WHO's investogators
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X