For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের উহানে লকডাউন ওঠার পরও ফের করোনার হানা! ফের আতঙ্কে জিনপিং প্রশাসন

চিনের উহানে লকডাউন ওঠার পর করোনার দানবীয় হানা! কোন তথ্য উঠতে শুরু করল

Google Oneindia Bengali News

চিনের উহান শহরই এখনও পর্যন্ত করোনার মূল এপিসেন্টার হিসাবে উঠে এসেছে। এই এলাকায় দিনের পর দিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর একমাস আগে এপ্রিলে সেখানে লকডাউন তোলা হয়। আর লকডাউন উঠতেই নতুন করে করোনার সংক্রমণের বার্তা উঠে আসছে ওই শহর থেকে।

 উদ্বেগ বাড়াচ্ছে উহান

উদ্বেগ বাড়াচ্ছে উহান

চিনের উহান শহরে লকডাউন তোলার এক মাসের মধ্যেই পের একবার সেখানে করোনার নতুন ক্লাস্টার দেখা যাচ্ছে। অর্থাৎ সংঘবদ্ধভাবে একই এলাকায় বহু জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যাচ্ছে। ফলে উদ্বেগ আপাতত দ্বিগুণ।

চিনের বাণিজ্যে আঘাত!

চিনের বাণিজ্যে আঘাত!

লকডাউন ও করোনার ঝড় কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক জীবনে ফিরছিল চিন। উহানের মতো বড়সড় বাণিজ্যনগরীতে কলকারখানা সবেমাত্র কাজ করা শুরু করেছিল। আর তারপরই দেখা যাচ্ছে করোনার ক্লাস্টারের উদ্ঘাটন। ফলে স্বভাবতই চিনের বাণিজ্য়ে এই ঘটনার ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

আক্রান্তদের পরিস্থিতি

আক্রান্তদের পরিস্থিতি

উহানে একই জায়গায় ৫ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। আর সেই এলাকাই করোনা ক্লাস্টার বলে চিহ্নিত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগেরই কোনও উপসর্গ নেই বলে দেখা যাচ্ছে। এর আগে, কেবল যাঁদের উপসর্গ ছিল তাঁদেরই টেস্ট করেছে চিন। ফলে নতুন সংক্রমণ ঘিরে উদ্বেগ বাড়ছে সেদেশে।

চিনে সংক্রমণ পরিস্থিতি

চিনে সংক্রমণ পরিস্থিতি

চিনে সংক্রমণের পরিস্থিতি ক্রমেই বেড়েছে প্রথম দফার পর এপ্রিল মাসের শুরু থেকে। সেই সময় বিদেশ থেকে করোনা সেদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছিল চিন। এদিকে, উত্তর চিনে ডিজনি থেকে শুরু করে একাধিক পর্যটন স্থল খুলে দেওয়া হয়েছে। আর তারপরই চিন স্বাভাবিক ছন্দে ফিরতেই নতুন করে করোনার আশঙ্কা বাড়ছে।

নিয়ম না জেনে হয়রানির শিকার! রেলে বাড়ি ফিরতে স্টেশনে ভিড় পরিযায়ী শ্রমিকদের নিয়ম না জেনে হয়রানির শিকার! রেলে বাড়ি ফিরতে স্টেশনে ভিড় পরিযায়ী শ্রমিকদের

English summary
Coronavirus news of Chona, Wuhan reports first Covid 19 cluster since lifting of lockdown .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X