For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যারালাইসিস শরীরে দানা বাঁধতে পারে করোনার জেরে! ভয়াবহ দাবি চিকিৎসকদের

প্যারালাইসিস শরীরে দানা বাঁধতে পারে করোনার জেরে! ভয়াবহ দাবি চিকিৎসকদের

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে একাধিক সমস্যা ও সম্ভবনার কাহিনী উঠে আসতে শুরু করেছে। করোনার ফলে রোগী সুস্থ হলেও তাঁর মানসিক ভারসাম্য ব্যাহত হওয়ার যেমন তথ্য় উঠে এসেছে, তেমনই জানা গিয়েছে, করোনার ফলে দেহে আরও সমস্যা হতে পারে।

করোনার জেরে প্যারালাইসিস!

করোনার জেরে প্যারালাইসিস!

মুম্বইয়ের একাধিক হাসপাতালের চিকিৎসকরা বলছেন, যখন করোনার জেরে পিক সবচেয়ে উপরে যাচ্ছে, তখন মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের মুখে প্যারালাইসিস দেখা গিয়েছে। 'বেল'স পালসি' নামক এই সমস্যা বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে রোগীদের।

 কখন দেখা যাচ্ছে প্যারালাইসিস?

কখন দেখা যাচ্ছে প্যারালাইসিস?

চিকিৎসকরা বলছেন, করোনার প্রথম স্টেজেই বহু রোগীর মধ্যে প্যারালাইসিস দেখা যাচ্ছে। এতে মুখের প্যারালাইসিসের পরিমাণ বাড়ছে। বলা হচ্ছে, করোনা সোজাসুজিভাবে স্নায়ুতে ধাক্কা দিচ্ছে।

 উপসর্গ ও প্যারালাইসিস

উপসর্গ ও প্যারালাইসিস

বহু রোগী কেবলমাত্র মুখের প্যারালাইসিসের চিকিৎসা করাতে চিকিৎসা কেন্দ্রে আসার পরই কোভিড সম্পর্কে জানতে পারছেন। প্যারালাইসিসের শিকার রোগীরা এমআরআই বা সিটি স্ক্যান করাতে গিয়ে হাসপাতালে করোনা টেস্ট করাচ্ছেন। তারপরই দেখতে পাচ্ছেন শরীরে প্যারালাইসিসের চিহ্ন।

 মানসিক অবসাদ ও করোনা

মানসিক অবসাদ ও করোনা

ইতালির ওই গবেষণা অনুযায়ী, দেখা গিয়েছে করোনা আক্রান্ত রোগীদের মস্তিষ্কে কয়েকটি পরিবর্তন হয়। যে পরিবর্তন সাধারণত আরো বেশি মানসিক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে রোগীকে। গবেষণার দাবি, অ্যাংজাইটি ছাড়াও মানসিক প্রবল অবসাদ করোনা রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। এছাড়াও অবসেসিভ কমপালসান ডিসঅর্ডার অনুযায়ী, মস্তিষ্কে বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্যনীয় হয়ে ওঠে কোভিড রোগীদের জন্য।

চিনের সাথে চুক্তি! করোনা ভ্যাকসিন উৎপাদনে বেজিংয়ের সাথে হাত মেলাল অ্যাস্ট্রাজেনেকাচিনের সাথে চুক্তি! করোনা ভ্যাকসিন উৎপাদনে বেজিংয়ের সাথে হাত মেলাল অ্যাস্ট্রাজেনেকা

English summary
Coronavirus may cause Temporary facial paralysis says experts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X