For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ভারতকে 'প্রতিশোধের' হুমকি ট্রাম্পের! করোনা আবহে কেন চড়ল 'লড়াইয়ে'র পারদ

  • |
Google Oneindia Bengali News

বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় নিজের এলাকা গুজরাতে নিয়ে গিয়ে বিশাল জনসভায় মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান মোদী। আপ্লুত হন মার্কিন রাষ্ট্রনেতাও। এরপর কেটেছে সবেমাত্র কয়েক মাস। করোনার হানায় ২ লাখের বেশি মার্কিনি আক্রান্ত হয়েছেন। আর সেই আবহে এবার ভারতের বিরুদ্ধে কোন ' প্রতিশোধ' এর বার্তা দিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।

 কেন ভারতের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্পের?

কেন ভারতের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্পের?

মার্কিন রাষ্ট্রনেতা জানিয়েছেন, তিনি রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। সেই সময় তিনি ভারত থেকে ম্যালেরিয়া মোকাবিলার ওষুধ হাইড্রোঅক্সিক্লোরোকুইন চেয়ে সাহায্য চান ভারতের। উল্লেখ্য, এই ওষুধেই করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে।যাতে মোদী সরকার এই ওষুধ আমেরিকায় রপ্তানীর ওপর কোনও নিষেধাজ্ঞা লাগু না করেন, তার জন্য আর্জি জানান ট্রাম্প। এরপর এদিন তিবনি বলেন, ভারত যদি ওষুধ না দেয় তাহলে তিনি প্রতিশোধ নিতে বাধ্য হবেন।

ট্রাম্পের 'যুদ্ধং দেহি' মেজাজ

ট্রাম্পের 'যুদ্ধং দেহি' মেজাজ

'আমি ওঁর (মোদী)র সঙ্গে কথা বলেছি রবিবার। আমি বলেছি, আমি এটার প্রশংসা করছি যে আপনি আমাদের দেশে এই ওষুধ (হাইড্রোঅক্সিক্লোরোকুইন ) সরবরাহ করার অনুমতি দিচ্ছেন। তবে যদি তিনি (মোদী) এটি না করেন, তাহলে ঠিক আছে.. তবে অবশ্যই এর প্রতিশোধ নেওয়া হবে। কেন হবে না?
' এমনই বার্তা দেন ট্রাম্প।

মোদীর প্রতি সাহায্যের আর্জি ট্রাম্পের

মোদীর প্রতি সাহায্যের আর্জি ট্রাম্পের

এর আগে, ট্রাম্প জানিয়েছেন, তিনি মোদীর সঙ্গে ফোনে কোভিড ১৯ মোকাবিলা নিয়ে একাধিক আলোচনা করেছেন। অন্যদিকে, করোনার প্রতিষেধক টিকা হিসাবে আপাতত যা ব্যবহৃত হচ্ছে, সেই হাইড্রোঅক্সিক্লোরোকুইন ট্রাম্প ভারতের থেকে চেয়েছেন। এই হাইড্রোঅক্সিক্লোরোকুইনে আমেরিকার যা অর্ডার ছিল তা আটকে রেখেছে মোদী সরকার। আর সেই জন্যই মোদীকে ফোন করে সেই অর্ডারে স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জি জানান ট্রাম্প।

 ভারত ও ম্যালেরিয়া প্রতিষেধক

ভারত ও ম্যালেরিয়া প্রতিষেধক

যেহেতু ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রোঅক্সিক্লোরোকুইন ট্যাবলেট কোভিড ১৯ মোকাবিলায় প্রবলভাব ব্যবহৃত হচ্ছে, তাই এই ওষুধ ও তার ফর্মুলেশন দেশের বাইরে যাওয়া থেকে রোখার চেষ্টায় রয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই মোদী সরকার এই ওষুধের রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রবল পরিমাণে এই ট্যাবলেটের অর্ডার ভারতকে দিয়ে রেখেছে।

English summary
Coronavirus issue, Donald Trump hints Retaliation if India refuse to give Maleria Drug
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X