For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিষ দংশনে ৭ লাখ মানুষ কর্মহীন হয়েছেন!মারণ-মার্চ কোন পরিস্থিতিতে দাঁড় করাল মার্কিনিদের

করোনার বিষ দংশনে ৭ লাখ মানুষ কর্মহীন হয়েছেন!মারণ-মার্চ কোন পরিস্থিতিতে দাঁড় করাল মার্কিনিদের

  • |
Google Oneindia Bengali News

শুধুমাত্র এক মাসেই ৭ লাখ মানুষ কর্মহীন হয়েছেন। এরপরের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। এমনই এক দুর্বিসহ পরিস্থিতির মধ্যে মার্কিনিরা। আমেরিকায় স্বাস্থ্যের হাল করোনার জেরে যতটা বেহাল হয়েছে, ঠিক ততটাই সংকটে সেদেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক পরিসংখ্যান ব্যাপক হতবাক করছে অনেককেই।

কোভিড ১৯ এর গ্রাসে জীবিকা!

কোভিড ১৯ এর গ্রাসে জীবিকা!

ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেকারত্বের শতাংশ। বহু মানুষ সেদেশে ইতিমধ্যেই কর্মহীন হয়েছেন কেবলমাত্র করোনা সংকটের জেরে। এমন পরিস্থিতিতে মার্কিন মুলুকের বেকারত্বের সংখ্যা ৪.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে।

 মার্চেই বেড়েছে বেকারত্ব

মার্চেই বেড়েছে বেকারত্ব

বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন মুলুকে বেকারত্বের সংখ্যা ক্রমেই বাড়ছে শুধুমাত্র মার্চ মাসেই ০.৯ শতাংশ বেড়েছে সেদেশের বেকারত্বের সংখ্যা। এই তথ্য জানিয়েছে মার্কিন লেবার ডিপার্টমেন্ট।

 কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই?

কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই?

তথ্য বলছে, পরিষেবা বিষয়ক ক্ষেত্রগুলিতে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে মার্কিন মুলুকে। এক্ষেত্রে খাবার, জল সরবরাহ, পর্যটনের বিভাগে ব্যাপক প্রভাব পড়েছে করোনার। এই সেক্টরগুলিতেই দেশের কর্মী ছাঁটাইয়ে ২/৩ অংশ প্রভাব পেড়েছে।

মার্কিন মুলুকে করোনার প্রবল বিপর্যয়

মার্কিন মুলুকে করোনার প্রবল বিপর্যয়

মার্কিন মুলুকে করোনার দংশনের জেরে ৩৩৬, ৮৫১ জন আক্রান্ত। সেদেশে নতুন করে ১৭৮ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৬২০ -এ। সেদেশে সুস্থতার অঙ্ক অবশ্য মৃতের সংখ্যার চেয়ে বেশি। সেখানে ১৭,৯৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

English summary
Coronavirus issue, 7 lakh Jobs lost in USA in March, know what statistics says .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X