For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তি বাড়াচ্ছে মারণ করোনা, কোভিড তালিকায় ভারতকে টপকে দ্বিতীয় স্থানে ব্রাজিল

শক্তি বাড়াচ্ছে মারণ করোনা, কোভিড তালিকায় ভারতকে টপকে দ্বিতীয় স্থানে ব্রাজিল

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতায় আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিশ্রুতি বজায় রেখেছেন নয়া নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি। সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির জন্য মোট ১.৯ লক্ষ কোটি মার্কিন ডলারের 'কোভিড প্যাকেজ' ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। যদিও এর মধ্যেই আক্রান্তের সংখ্যায় বান ডেকেছে ব্রাজিলে। শনিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫,৬৬৩ জন ব্রাজিলবাসী। সব মিলিয়ে কোভিড তালিকায় ভারতকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল!

গত ২৪ ঘন্টায় মৃত্যু ২,২১৬ জনের

গত ২৪ ঘন্টায় মৃত্যু ২,২১৬ জনের

ব্রাজিল স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে খবর, পরপর টানা তিনদিন ব্রাজিলে মৃত্যুসংখ্যা ছুঁয়েছে ২,০০০ জনের মাত্রা। জানা গেছে, ব্রাজিলের নয়া স্ট্রেন 'পিআই'-এর কারণে গত ২৪ ঘন্টায় মারা গেছেন প্রায় ২,২১৬ জন। সম্প্রতি হু-এর প্ৰযুক্তি বিশারদ মারিয়া ভ্যান কারখোভের মতে, "ব্রাজিলের নয়া স্ট্রেন অভিযোজিত হয়ে বর্তমানে আগের চেয়েও অনেক বেশি সংক্রামক হয়ে উঠেছে। ফলে বাড়ছে মৃত্যুসংখ্যা"

ব্রাজিলে কোভিড-আক্রান্ত ১.১৩ কোটি

ব্রাজিলে কোভিড-আক্রান্ত ১.১৩ কোটি

নতুন স্ট্রেনের আক্রমণে ব্রাজিলে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১.১৩ কোটি। মার্কিন মুলুকের পরে ব্রাজিলের অবস্থাই সবচেয়ে খারাপ, স্পষ্ট হু-এর হিসাবেই। আন্তর্জাতিক সূত্রের খবর, এখনও পর্যন্ত ব্রাজিলে মারা গেছেন প্রায় ২,৭৫,১০৫ জন। স্বাভাবিকভাবেই নব স্ট্রেনের চোখরাঙানিতে যে ত্রস্ত ব্রাজিলবাসী, তা স্পষ্ট সাম্প্রতিক রিপোর্টেই।

 রাষ্ট্রপতির দোলাচলে বাড়বাড়ন্ত করোনার

রাষ্ট্রপতির দোলাচলে বাড়বাড়ন্ত করোনার

সম্প্রতি দেশজুড়ে টিকাকরণের প্রশ্নে সাফ না করেছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জৈর বলসোনারো। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত ব্রাজিলে ৩%-এরও কম নাগরিকের টিকাকরণ সম্পন্ন হয়েছে। স্বাভাবিকভাবেই দেশে করোনার এহেন বাড়বাড়ন্তের কারণ হিসেবে রাষ্ট্রপতির দূরদর্শিতার অভাবকেই দায়ী করেছেন আন্তর্জাতিক গবেষকরা। ব্রাজিলে গণ টিকাকরণ শুরু হলে যে নয়াস্ট্রেনকে এতদিনে রোধ করা সম্ভবপর হত, তাও জানাচ্ছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।

দুশ্চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুশ্চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে হু-এর পরিচালন অধিকর্তা টেডরস আধানম ঘেব্রেসিস জানিয়েছেন, "এখনই সঠিকভাবে পদক্ষেপ না নিলে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থাও প্রভাবিত হবে শীঘ্রই।" এখনই সরকারি ব্যবস্থা না নিলে যে দেশের স্বাস্থ্যকাঠামো সহ অভ্যন্তরীণ পরিকাঠামোয় ভেঙে পড়তে পারে, এই বিষয়ে স্পষ্ট করেছেন টেডরস।

তৃণমূলের কর্মসূচি নিয়ে প্রশ্ন, নন্দীগ্রাম দিবসে মমতা ও ঘাসফুল শিবিরকে নিশানা শুভেন্দুর তৃণমূলের কর্মসূচি নিয়ে প্রশ্ন, নন্দীগ্রাম দিবসে মমতা ও ঘাসফুল শিবিরকে নিশানা শুভেন্দুর

English summary
Uncontrolled corona infection, Brazil is second in the list of corona affected countries surpassing India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X